বঙ্গবাজারের আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

রাজধানীর বঙ্গবাজারে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (৪এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ১১টি দমকল দিয়ে পানি তোলা হচ্ছে পুকুর থেকে। আরও কয়েকটি দমকল আনা হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত এক ফায়ার সার্ভিস কমী।

দমকলের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসকর্মীরা

ফজলুল হক হলের পুকুর এলাকায় তত্ত্বাবধানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজে লেগে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক পানির প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর কাছে হওয়ায় এখান থেকে পানি নেওয়া হচ্ছে। এখানে আপাতত ১১টি দমকল কাজ করছে্ । প্রয়োজন হলে আরোও দমকল লাগানো হবে।