‘বিশেষ ধর্মের গুন্ডাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না, নির্দেশ রয়েছে মমতার’

বিশেষ ধর্মের গুন্ডাদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের জন্যই হিংসা মোকাবিলা করতে পারছে না পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এসে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছেন তিনি।

রাজভবনের বাইরে দাঁড়িয়ে সুকান্তবাবু বলেন, ‘প্রশাসন নির্বিকার। তাদের ওপর রাজনৈতিক নির্দেশিকা রয়েছে। আমাকে যে আধিকারিক আটকেছিলেন তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি অসহায়। তাঁর কিছু করার নেই। পুলিশকে পুরো রাজনৈতিক নির্দেশিকা দেওয়া আছে, বিশেষ কিছু ধর্মের গুন্ডাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডিং ইন্সট্রাকশন। সেটাই হচ্ছে’।

সুকান্তবাবুর আবেদন, ‘রাজ্য প্রশাসনের ওপর ভরসা নেই বলেই তো কেন্দ্রেীয় হস্তক্ষেপ চাইছি। আমরা রাজ্যবাসীকে অনুরোধ করব আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন’।

এদিন রিষড়ায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন সুকান্তবাবু। এর পর সেখানে অবস্থানে বসেন তিনি। ফিরে এসে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। রাজ্যপাল তাঁদের আগামী কয়েকদিন রিষড়ায় উপদ্রুত এলাকায় যেতে বারণ করেছেন বলে জানান রাজ্য বিজেপি সভাপতি।