IPL 2023: Mahendra Singh Dhoni Warns Bowlers Asks To Bowl Less Wides And No No Ball


চেন্নাই: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার চিপকে প্রত্যাবর্তন ঘটিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), আর ঘরে ফিরেই দুরন্ত জয়। ১২ রানে লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে। কিন্তু ম্যাচ জিতেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক ধোনি।

ধোনির সতর্কবার্তা

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকের বোলারদের বিরুদ্ধে লখনউ ২০৫ রান তোলে। ম্যাচ শেষে ধোনি বোলারদের লাইন লেংথ নিয়ে খানিকটা উদ্বেগই প্রকাশ করেন। ওয়াইড, নো বলের সংখ্যা কমানোর সতর্কবার্তা দিয়ে সিএসকে অধিনায়ক বলেন, ‘আমাদের ফাস্ট বোলারদের আরও কিছুটা উন্নতি করতে এবং ওদের পরিবেশ বুঝে বোলিং করাটা জরুরি। পাটা পিচ হলেও, ব্যাটারদের বাধ্য করতে হবে যাতে তারা বড় শট খেলার জন্য ঝুঁকি নেয়। ওদের নো বল করাটা সম্পূর্ণভাবে থামানোর পাশাপাশি ওয়াইড করাটাও কমাতে হবে। আমরা প্রচুর পরিমানে অতিরিক্ত রান দিচ্ছি। ওদের এটা বন্ধ করতে হবে, না হলে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।’

পিচের গতিপ্রকৃতি অনুমান করতে তাঁর কিন্তু সামান্য ভুলই হয়েছিল, সে কথাও ম্যাচ শেষে স্বীকার করে নেন ধোনি। তিনি বলেন, ‘ম্যাচে অনেক রান হয়েছে। পিচ কেমন হবে, সেই নিয়ে আমরা সকলেই ধন্দে ছিলাম। আমার মনে হয়েছিল পিচটা আরও মন্থর হবে। এই পিচে রান হতই, তবে হ্যাঁ পিচটার গতি পরের দিকে কিছুটা কমেছিল। পরের ছয় ম্যাচে পিচ কেমন খেলে, সেটা দেখতে হবে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা এখান

রান বড় রান তুলতে পারব।’

ম্যাচের বিবরণ

ঘরের মাঠে জয় দিয়েই প্রত্যাবর্তন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ইনিংস ২০৫ রানে থামিয়ে ১২  রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের উদ্বোধনের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে অল্প ব্যবধানে হারতে হলেও দ্বিতীয় খেলাতেই জয়ের রাস্তায় ফিরল চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন সিএসকে (CSK)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তুলেছিল চেন্নাই। গুজরাত ম্যাচের ফর লখনউয়ের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার পর অবশেষে মাঠে ফিরছেন ঋষভ পন্থ