ISF and TMC clash: ফের উতপ্ত ভাঙড়, ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে ISF এবং TMC কর্মীদের মধ্যে সংঘর্ষ

আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দলীয় ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভরতি করা হয়। তৃণমূল কর্মীরাই আইএসএফ কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পালটা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তরফ থেকে দলীয় ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তৃণমূলের দাবি, এলাকায় তারা দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছিল। সেই সময় আচমকা আইএসএফের কর্মীরা তাদেরকে মারধর করে। অন্যদিকে, আইএসএফ কর্মীদের দাবি, তৃণমূল সম্পন্ন মিথ্যা কথা বলছে। তারা এলাকায় দলীয় ফ্ল্যাগ লাগানোর নাম করে আইএসএফ কর্মীদের বাজে ভাষায় কথা বলে ও মারধর করে। এই নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

মহম্মদ আনসারি মোল্লা নামে এক আইএসএফ কর্মী বলেন, ‘সোমবার সকালে তৃণমূল কর্মীরা আমার দোকানের সামনে এবং বেশ কয়েকটি গাছে দলের ফ্ল্যাগ লাগাচ্ছিল। তাতে আমরা বাধা দিইনি। পরে সন্ধ্যাবেলায় ইফতারের ঠিক আগে ১৫০ থেকে ২০০ জন তৃণমূল কর্মী আমাদের বাড়ি এসে চড়াও হয়। পিস্তল উচিয়ে আমাদের মারধর করে। শুধু তাই নয়, এলাকায় আইএসএফের ফ্ল্যাগ লাগানো যাবে না বলেও তারা হুশিয়ারি দেয়।’ তাঁর অভিযোগ, আইএসএফ করার জন্যই তৃণমূল কর্মীরা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছে। আরশাদ আলি মোল্লা নামে আরও এক আইএসএফ কর্মী জানান, এদিন তৃণমূল কর্মীরা কয়েকটি ছোট গাছে ফ্ল্যাগ লাগাচ্ছিল। ফ্ল্যাগ যাতে কেউ ছিঁড়ে না দেয় তার জন্য তিনি সেগুলি উঁচুতে লাগাতে বলেন তিনি। তারপরে তৃণমূল কর্মীরা তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। তাঁর অভিযোগ আইএসএফ করার জন্যই তাঁকে মারধর করা হয়েছে।

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য ফ্লাগ লাগানোর সময় আইএসএফ কর্মীরা তাদের বাধা দেয় এবং মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কাশিপুর থানার পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup