MHA sought report: হাওড়ার হিংসা নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রির্পোট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক

হাওড়ার শিবপুরে দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় রিপোট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। গত সপ্তাহে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়ায় হাওড়ার শিবপুরে। অভিযোগ ওঠে, বন্দুক নিয়ে মিছিল করার। এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। রাজ্যের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে অমিত শাহের মন্ত্রক।

প্রসঙ্গত, শিবপুরের ঘটনার পর পরিস্থিতির বিবরণ জানিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও এনআইএ তদন্তে দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সোমবার এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। এর পর স্বরাষ্ট্রমন্ত্রকের থেকেও রিপোর্ট তলব করা হল।

রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, সরকারে কাছে এই হিংসার ঘটনা নিয়ে কোনও খবর আগে থেকে ছিল না কিনা, পরিস্থিতি নিয়ন্ত্রণেে পুলিশের কী ভূমিকা ছিল, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

এর আগে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (এনসিপিসিআর) অভিযোগ তোলে, শিবপুরের অশান্তিতে শিশুদের দিয়ে পাথর ছোড়ানো হয়েছে। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে চিঠি দিয়ে এনসিপিসিআরের চেয়ারম্যান জানতে চান, দুষ্কৃতীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্টও তলব করেন।

শিবপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ৮ মার্চ জাতীয় মানবাধিকার কমিশনও আসছে।