Nisith Pramanik case: নিশীথ তদন্তে নথি দিচ্ছে না পুলিশ, আদালত অবমাননা মামলার অনুমতি সিবিআইকে

পুলিশ নথি না দেওয়া কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করা যাচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। নথি হাতে না পাওয়ায় তদন্তও শুরু করা যাচ্ছে না বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই পুলিশের বিরুদ্ধেই আদালত অবমাননা মামলার অনুমতি চেয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হল। পুলিশকে সমস্ত নথি দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সিবিআই জানিয়েছে, পুলিশ তাদের কোনও নথি দিচ্ছে না। ফলে তদন্ত শুরু করা যাচ্ছে না। পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার করার অনুমতি চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ডিভিশন বেঞ্চ এই মামলা করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

(পড়তে পারেন। রিষড়ায় নিয়ে আদালতে শুভেন্দু, পুলিশের কাছে রিপোর্ট তলব প্রধান বিচারপতির)

প্রসঙ্গত, এর আগের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টতই জানিয়ে দিয়েছিল, যেহেতু স্থগিতাদেশ নেই, তাই রাজ্যকে আদালতের নির্দেশের মান্যতা দিতে হবে। এই নির্দেশের পরও সিবিআই পুলিশের কোনও নথি হাতে পায়নি।

গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়। গেরুয়া শিবিরের দাবি ছিল, নিশীথের কনভয়ে হামলা আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের চক্রান্ত। অন্য দিকে, উদয়ন পুরো ঘটনার দায় নিশীথের ঘাড়েই চাপিয়েছিলেন।