Pregnant woman shot: ডিজের আওয়াজ কমাতে বলায় অন্তঃসত্ত্বাকে গুলি! মহিলা হারালেন সন্তান

বাড়ির সামনে এক অনুষ্ঠানে খুব জোরে বাজছিল গান। সেই গানের সাউন্ড খুব জোরে থাকায় আপত্তি জানিয়েছিলেন বছর ৩০ এর মহিলা। সঙ্গে সঙ্গে তাঁর দিকে বন্দুক তাক করা হয়, চালানো হয় গুলি। গর্ভবতী ওই মহিলা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। পরে জানা গিয়েছে, গুলিবিদ্ধ মহিলা হারিয়েছেন তাঁর গর্ভস্থ সন্তানকে।

দিল্লির সিরাসপুরের এই ঘটনা ৩ এপ্রিলের। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ওই মহিলাকে নিয়ে হাসপাতালে গেলে, হাসপাতাল জানায়, মহিলার ঘাড়ে একটি গুলি লেগেছে। জানা গিয়েছে, আহত মহিলা তাঁর সন্তানকে হারিয়েছেন। এছাড়াও জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম হরিশ। 

এদিকে, জানা গিয়েছে, ঘটনার দিন রাতে তখন ১২.১৫ মিনিট বেজে গিয়েছিল। পাশের বাড়িতে জোরে চলছিল ডিজে মিউজিক। প্রতিবেশীর বাড়িতে এই ডিজে মিউজিকের আওয়াজ কমাতে বলেন ওই গর্ভবতী মহিলা। আট মাসের অন্তঃসত্ত্বাকে এরপরই গুলি করা হয় বলে খবর। ঘটনার জেরে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অঞ্জু নামের ওই মহিলাকে পরে শালিমারবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ওই মহিলার আত্মীয়ের থেকে বিবৃতি নিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে দেশী কাট্টা বন্দুক থেকে হরিশ ওই গুলি চালিয়েছেন, সেই কাট্টার লাইসেন্স ছিল না। 

(ভুঁড়ি কমাতে ডায়েট নিয়ে মাতামাতি নয়, বরং সহজ এই পন্থাগুলিতেই হতে পারে কেল্লাফতে )

(সব কাজ নিখুঁত করতে গিয়ে চাপে ভোগেন? মহিলাদের এই স্বাস্থ্যগত সমস্যা আসলে কী! )

(PMএর উপদেষ্টার নাতি, এমন ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের কাছে ফ্রি মদ চেয়ে ফোন ব্যক্তির )

ঘটনার জেরে খুনের চেষ্টা সমেত একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে ধৃত হরিশের বিরুদ্ধে। ঘটনায় হরিশের সঙ্গে অমিত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, হরিশ একটি কুরিয়ার সংস্থায় কর্মরত। অন্যদিকে, অমিতের একটি মোবাইলের দোকান রয়েছে। পুলিশ মনে করছে, শুধু যে প্রতিবাদ করাতেই ওই গুলি চালানো হয়েছে, তা নাও হতে পারে। উৎসবের উদ্যাপনের মাঝে গুলি চালাতে গিয়ে সেই গুলিও মহিলার গায়ে লেগে যেতে পারে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup