Venkatesh Iyer Imitates Roman Reigns After Tribal Chief Retains Wwe Universal Championship


কলকাতা: সদ্যই দু’দিনব্য়াপী রাসেলমেনিয়া (WrestleMania) ইভেন্ট শেষ হয়েছে। সেই ইভেন্টের অন্যতম বড় আকর্ষণ ছিল ডব্লুডব্লুই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স (Roman Reigns) বনাম কোডি রোডসের ম্যাচ। সেই ম্যাচ জিতে রেইন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসাবে নিজের রেকর্ড দৌড় অব্যাহত রাখেন। ম্যাচ শেষে টিভির পর্দার সামনে হুবহু রেইন্সের সেলিব্রেশন নকল করতে দেখা যায় বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। ঘটনাটির একটি ভিডিও পোস্ট করা হয় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে। 

রেইন্সের সেলিব্রেশন অনুকরণ

বেঙ্কটেশ আইয়ার ডব্লুডব্লুই-র বড় ভক্ত। সেথ রলিন্স, রোমান রেইন্স তাঁর দুই প্রিয় ডব্লুডব্লুই তারকা বলে আগেও জানিয়েছিলেন বেঙ্কটেশ। রাসেলমেনিয়ায় তাই রেইন্স জেতার পর নিজেকে হুবহু ‘ট্রাইবাল চিফ’-র সেলিব্রেশন নকল করে তার মতো করেই ডব্লুডব্লুই টাইটেল হাতে ক্যামেরার সামনে ধরা দেন বেঙ্কটেশ। রেইন্সকে অনুকরণ করা তাঁর এই ভিডিওটি কেকেআরের তরফে পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, ‘বেঙ্কটেশ রেইন্স সুপ্রিম ইন নাইটস হার্টস।’ অর্থাৎ বেঙ্কটেশ নাইট সমর্থক

ের হৃদরে রাজ করেন।

 

 

আইপিএলে নেই শাকিব?

আইপিএলের প্রথম ম্যাচে তাঁকে পায়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারে গোটা মরসুমের জন্যই কি শাকিব আল হাসানকে পাচ্ছে না কেকেআর ? তীব্র জল্পনা তেমনই। বাংলাদেশের অলরাউন্ডারকে যদি না পাওয়া যায় পুরো মরসুম, তাহলে তা যে কেকেআরের কাছে বড় ধাক্কা, তা বলাই যায়। সূত্রের খবর, শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কেকেআর কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গোটা আইপিএলেই হয়তো খেলার মতো জায়গায় তিনি নেই। কেকেআর যেন বিকল্প কোনও ক্রিকেটারের খোঁজ করে নেয় সেই ব্যাপারেও নাকি ইঙ্গিত কেকেআর  (KKR) টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন শাকিব। নাইট কর্তৃপক্ষের তরফে এখনও অবশ্য সরকারিভাবে কোনও তথ্যই জানানো হয়নি। 

বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে খেলছিলেন শাকিব আল হাসান, লিটন দাসরা (Liton Das)। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যেখানেও খেলতে চলেছে বাংলাদেশের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। তার জেরেই কেকেআরের হয়ে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে শাকিবকে পাওয়া যাবে না ধরেই এগোচ্ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। এরপর শোনা যায়, আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। যেখানেও জাতীয় দলের হয়েই খেলার সম্ভাবনা উজ্জ্বল শাকিবের।

সূত্রের খবর, যে তথ্য পাওয়ার পরই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আদৌ আইপিএলে খেলতে পারবেন ? জানা যাচ্ছে, যে আলোচনায় নেতিবাচক উত্তরই দিয়েছেন শাকিব। জাতীয় দলের হয়ে খেলা ও পারিবারিক কিছু কাজের পর শাকিব দিন কুড়ির বেশি আইপিএলে খেলার সুযোগ পাবেন না বলেই জানিয়ে দেন, বলেই জানা যাচ্ছে। নিজের সময় বের করতে না পারার তথ্য জানিয়ে বিকল্প বেছে নেওয়ার বার্তাও কেকেআর টিম ম্যানেজমেন্টকে তিনি দিয়েছেন, বলেই খবর। 

আরও পড়ুন: লখনউকে হারিয়েও সন্তুষ্ট নন ধোনি, বোলারদের দিলেন সতর্কবার্তা