Digha: দীঘার দুটি বিচের নাম দিলেন মমতা,নববর্ষে যাবেন?

আমবাঙালির অবকাশ যাপনের অন্যতম ঠিকানা হল দীঘা। সমুদ্র, ঝাউবন, বালির সৈকত। আর বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সেই দীঘা সফরের শেষ দিন ছিল। এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। দীঘা প্রেস ক্লাবেরও উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে দীঘার দুটি বিচের নামকরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই নাম অত্যন্ত চমকপ্রদ লেগেছে অনেকের কাছে। অনেকে বলছেন কেমন যেন রূপকথার পরশ লেগে রয়েছে সেই নামকরণের সঙ্গে। তবে এবারই নয়, এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ের নামকরণ করেছিলেন। এবার দীঘার সমুদ্রের বিচেরও নামকরণ করলেন তিনি।

এর আগে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘের ছানাদের নামকরণ করেছিলেন। বাংলার একাধিক কল্যাণমূলক প্রকল্পের নামও মুখ্যমন্ত্রী নিজের দেওয়া। এমনকী রাজ্যের বিভিন্ন সভাতে বাচ্চার অভিভাবকের অনুরোধে মুখ্যমন্ত্রী বাচ্চাদের নামকরণও করেছিলেন। এদিন মমতা দীঘার ওই দুই বিচের কী নাম রাখলেন?

বুধবার মুখ্যমন্ত্রী দীঘার একটি বিচের নাম রেখেছেন ঢেউ সাগর ও অপরটির নাম রেখেছেন সূর্য সাগর। দুটি বিচের দুটি নাম। একটির নাম ঢেউ সাগর ও অপরটির নাম সূর্য সাগর।

এদিন প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী নানা বিষয়ের উপর আলোকপাত করেন।

দীর্ঘ প্রায় সাত কিমি বরাবর নতুন করে সেজে উঠছে দীঘার বিচ। আরও মনোরম করা হচ্ছে বিচকে। পর্যটকদের আকর্ষণ করার জন্য নয়া উদ্যোগ। মঙ্গলবার সেই বিচ ধরে মেরিন ড্রাইভ রোড ধরে মমতা মর্নিং ওয়াকও করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সৈতক নগরী যাতে পরিচ্ছন্ন থাকে ঔজ্জ্বল্য বজায় থাকে তা প্রশাসন. ব্যবসায়ী. পর্যটক সবাইকে মিলেই করতে হবে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, আজকে দীঘা বদলে গিয়েছে। বিদেশি পর্যটকদেরও ডেস্টিনেশন হয়ে উঠেছে।

দীঘা যাননি এমন বাঙালি পাওয়া যায় না। তবে পর্যটকদের একাংশের দাবি, একটা সময় ছিল পকেটে রেস্ত কম থাকলে অনেকে দীঘা চলে যেতেন। কম টাকাতেও থাকা যেত দীঘাতে। কিন্তু সেই দীঘা ক্রমে বদলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দীঘাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। সেকারণে অনেকেই এখন দীঘার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। তবে দীঘাতে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য অবশ্য নানা উদ্যোগ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup