IPL 2023 : Match 8, RR Vs PBKS Match Prediction Who Will Take Upper Hand Know In Details


গুয়াহাটি : আইপিএল (IPL) অভিযান জয় দিয়েই শুরু করেছে দুই ফ্র্যাঞ্চাইজি। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। এবার সম্মুখ সমরে দুই দল। জয়ের ধারা বজায় রাখতে পারবে কারা, আর কাদের খেতে হবে ধাক্কা ? বুধবার সন্ধেয় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রাজস্থান ও পাঞ্জাব। ঘরের মাঠে ডার্কওয়ার্থ লুইস নিয়মে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ব্রিগেড। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়ল্যাস (Rajasthan Royals)। 

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচ। গতবারের আইপিএলের ফাইনালিস্ট রাজস্থান এবারের অভিযান শুরু করেছে দুরন্ত ছন্দে। জস বাটলার, অধিনায়ক সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেছিল রাজস্থান ব্রিগেড। বল হাতে আবার কামাল দেখিয়েছিলেন যুযবেন্দ্র চাহাল। প্রথম ম্যাচেই চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আপাতত জাতীয় দল থেকে বাদ পড়া স্পিনার চাহালের কাছে নিজেকে প্রমাণের অন্যতম মঞ্চই এবারের আইপিএল। পেস বিভাগে রাজস্থানের শক্তি ট্রেন্ট বোল্ট ও কেএম আসিফ। 

অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদাকে ছাড়াই জয় পেয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব শিবির। ব্যাট হাতে দলকে ভাল শুরু এনে দিয়েছিলেন ধাওয়ান ও প্রভসিমরণ সি্ংহ। তিন নম্বরে নেমে ভানুকা রাজাপক্ষ হাঁকিয়েছিলেন অর্ধশতরান। তাই রাজস্থানের মতোই পাঞ্জাবের টপ অর্ডারও দুরন্ত ছন্দেই রয়েছে। অলরাউন্ডার স্যাম কারেন ব্যাটে ও বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের প্রথম ম্যাচেই। বোলারদের মধ্যে পেসার অর্শদীপ সিংহ নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। স্পিন বিভাগে রাহুল চাহার ও সিকান্দার রেজাও ভাল পারফর্ম করেছেন আইপিএলে তাদের প্রথম ম্যাচেই। 

গুয়াহাটির মাটিতে ব্যাটারাই সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। ২০০-র বেশি স্কোর খাড়া করার সম্ভাবনাই বেশি। দুই দলেই রয়েছেন বড় শট নিতে সক্ষম ক্রিকেটাররা। যার জেরে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে বড় স্কোরের লড়াই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বুধবার সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ।&nbsp

;                  

আরও পড়ুন- ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচেও কি বৃষ্টি তাল কাটবে? কী বলছে আবহাওয়া দফতর?