IPL 2023: Who Will Win Today’s IPL Match Between Rajasthan Royals And Punjab Kings?


গুয়াহাটি: আইপিএলের আজ মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে ২ দল জয় পেয়েছিল। রাজস্থান তাঁদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। 

মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলের প্রথম মরসুম থেকেই ২ দল মুখোমুখি হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্ত হয়ে পাঞ্জাব কিংস হয়েছে। মোট ২৪টি ম্যাচ খেলা হয়েছে ২ দলের মধ্যে। তার মধ্যে ১৪টি ম্যাচ রাজস্থান রয়্যালস জয় পেয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। তার মধ্যে একটি ম্যাচ সুপার ওভারে জিতেছে পাঞ্জাব। ওয়াংখেড়েতে গত মরসুমে শেষ সাক্ষাতে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ পাঁচ বারের সাক্ষাতেও এগিয়ে সঞ্জু স্যামসনের দল। তারা ৪ বার জয় পেয়েছে। ১ বার জিতেছে পাঞ্জাব কিংস। 

পাঞ্জাব প্রথম ম্যাচে পায়নি লিয়াম লিভিংস্টোন ও কাগিসো রাবাডাকে। ২ বিদেশি তারকাকে ছাড়াই এদিনও মাঠে নামতে হবে রয়্যালস শিবিরকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে শিখর ধবনের সঙ্গে জুটি বেঁধে প্রভসিমরন সিংহ দুর্দান্ত শুরু করেছিলেন। এছাড়াও বল হাতে অর্শদীপ সিংহ, রাহুল চাহাররা ছাপ ফেলেছেন। তবে প্রথম ম্যাচ থেকে পাঞ্জাবের প্রাপ্তি অবশ্যই সিকান্দার রাজা। জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডারকে এবার দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ব্যাটে-বল

দলকে ভরসা জুগিয়েছেন। 

অন্যদিকে রাজস্থানের ব্যাটিং লাইন আপের তিন স্তম্ভ বাটলার-জয়সওয়াল-স্যামসন। তিন ব্যাটারই প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দুশোর ওপর রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান। বল হাতে বোল্ট ছাড়াও অভিজ্ঞ অশ্বিন-চাহাল জুটি প্রথম ম্যাচেও ভাল পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনশোর বেশি উইকেটের মালিক হয়েছে চাহাল। পাঞ্জাবের বিরুদ্ধেও কোনও বড় অঘটন না হলে একাদশে কোনও বদল হয়ত হবে না।

পিচ রিপোর্ট

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম সাধারণ ব্যাটারদের স্বর্গ বলেই পরিচিত। গত বছর অক্টোবরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এই মাঠে। সেই ম্যাচে বোর্ডে ৪৫০ রান উঠেছিল মোট। সেই ম্যাচেই শতরান হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি ডেভিড মিলার। এরপর ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের ম্যাচও হয়েছিল এই মাঠে। সেই ম্যাচে মোট ৬৭৯ রান তুলেছিল ২ দল বোর্ডে। শনাকা ও বিরাট শতরান হাঁকিয়েছিলেন।