বর্ধমানে বিজেপির জেলা সদর দফতরে বহিষ্কৃত প্রাক্তন জেলা সভাপতির অনুগামীদের হামলা

শ্যামল রায়কে ঘাড়ধাক্কা দিয়েও পূর্ব বর্ধমানে গোষ্ঠীকোন্দল থামাতে পারল না বিজেপি। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসে দলের জেলা কার্যালয়ের সামনে ফের অশান্তি বাঁধে। শ্যামল রায়ের লোকজন এসে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, জেলা সভাপতি ও যুব সভাপতি দুর্নীতিগ্রস্ত। জেলা সভাপতি অভিজিৎ তার অনুমাগমীরা এসে তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করে। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করতে হয় পুলিশ।

সাংগঠনিক রদবদলে শ্যামল রায়কে সরিয়ে অভিজিৎ তাকে পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদে বসিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এর পর থেকে শ্যামলবাবু দলবিরোধী কাজে যুক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। জেলা সভাপতির বিরুদ্ধে গোষ্ঠী তৈরি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যার জেরে মাস কয়েক আগে শ্যামলবাবুসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে দল।

বৃহস্পতিবার পার্টি অফিসে এসে তালা ঝুলিয়ে দেন শ্যামলবাবুর অনুগামীরা। তাঁদের অভিযোগ, শ্যামলবাবুকে চক্রান্ত করে বহিষ্কার করা হয়েছে জেলা সভাপতি অভিজিৎ তা ও যুব সভাপতি পিন্টু সাম আর্থিক দুর্নীতিতে যুক্ত। অবিলম্বে তাঁদের বহিষ্কারের দাবি তোলেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে সেখানে এসে পৌঁছন অভিজিৎ তার অনুগামীরা। এর পর দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ইঁট দিয়ে আঘাত করে দরজা ভাঙার চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ।

অভিজিৎ তার দাবি, যারা হামলা করেছে তারা বিজেপির কেউ নয়। তৃণমূলের লোককে টাকা দিয়ে এনেছেন শ্যামল রায়। দলের নির্দেশ না মেনে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চান শ্যামলবাবু।