সম্প্রীতি আরও মজবুত করতে রাজপথে নামলেন রাজ্যপাল

রাজ্যে সম্প্রীতির বুনন আরও মজবুত করতে রাজপথে নামলেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও লাগোয়া একাধিক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে সম্প্রীতি ও শান্তির পরিবেশ আরও মজবুত করতে বার্তা দেন তিনি।

এদিন কলকাতা লাগোয়া লেক টাউনে যান রাজ্যপাল। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পুজো দেন হনুমান মন্দিরে। চড়া রোদ মাথায় করে এর পর তিনি চলে যান কলকাতার আরেক শহরতলি ইকবালপুরে। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। ইকবালপুর থেকে তিনি আসেন মধ্য কলকাতায় কালাকার স্ট্রিটে। সেখানে সাধারণ মানুষের কুশল জানানে তিনি। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা দেন। কালাকার স্ট্রিটে হনুমান মন্দিরে পুজোও দেন তিনি।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, নব বর্ষে বাংলা শান্তি ও সম্প্রীতির নতুন যুগে প্রবেশ করবে। আসল কথা একটাই, ঈশ্বর – আল্লা তেরো নাম/ সবকো সম্মতি দে ভগবান। ঝান্ডা উঁচা রহে হামারা।

এদিন রাজ্যপালের সফরে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তার বেড়া সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। একাধিক ব্যক্তির কাছে জানতে চান, মনে কোনও ভয় আছে কি? রাজ্যে সম্প্রীতি মজবুত করতে রাজ্যপালের এই সফরকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা।