Coronavirus Update India Sees Single Day Rise Of 5300 Fresh Covid 19 Cases, Rise Of Active Case


নয়াদিল্লি: ফের রেকর্ড করল দৈনিক কোভিড সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৫৩০০ জন। গতকালের থেকে যা ১০০০ জন বেশি।  দৈনিক কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যাও অনেকটাই বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী ভারতে এখন অ্যাক্টিভ কেস ২৫৫৮৭ জন। যার মধ্যে কেরলেই রয়েছে ৮২২৯টি অ্যাক্টিভ কেস। দিল্লিতে ১৭৯৫টি অ্যাক্টিভ কেস। মহারাষ্ট্রে রয়েছে ৩৮৭৪টি অ্যাক্টিভ কেস।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১.৬ লক্ষ কোভিড পরীক্ষা হয়েছে।ূ

কোথায় কত সংক্রমণ:
গত ২৪ ঘণ্টায় কেরলে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪০৪। হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২১২ জন। তামিলন

ড়ুতে সেই সংখ্যাটা ১৩০।

বুধবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৪৪৩৫ জন কোভিডে সংক্রমিত হয়েছিলেন। যা গত সেপ্টেম্বরের পর থেকে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ ছিল। ভারতে কোভিডের বাড়বাড়ন্তের জন্য ওমিক্রনের XB B.1.16- এই ভ্যারিয়েন্ট রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টের গতিপ্রকৃতির উপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন: ভালবেসেছিলেন ভারতীয় যুবককে, কানাডা থেকে বিয়ে করতে এসে সেই প্রেমিকের হাতেই খুন যুবতী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator