IPL 2023 MI Named Riley Meredith As Replacement For Injured Jhye Richardson Know Details


কলকাতা: পেশির চোটের কারণে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ থেকে ছিটকেই গিয়েছেন অজি তারকা ঝাই রিচার্ডসন (Jhye Richardson)। তাঁর বদলি আরেক অজি তারকা বোলারকেই বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রিচার্ডসনের বদলে মুম্বই দলে সুযোগ পেলেন রাইলি মেরিডিথ (Riley Meredith)। আজই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বদলি হিসাবে মেরিডিথের নাম সরকারিভাবে ঘোষণা করা হল। 

অজির বদলে অজি

রাইলি মেরিডিথ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি তিন উইকেট নিয়েছেন। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে সুযোগ পাওয়া আরেক তারকা অজি বোলার। ২০২১ মরসুমে পঞ্জাব কিংসের হয়েও আইপিএলের মঞ্চ মাতিয়েছেন মেরিডিথ। তবে এ বারের আইপিএল নিলামে তিনি অবিক্রিত ছিলেন। তবে ঝাইয়ের চোটের কারণেই মেরিডিথের ভাগ্য খুলল। তাঁকে দেড় কোটি টাকার মূল্যে দলে নিল মুম্বই।

উইিয়ামসনের বদলি শনাকা

ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি হয়েছিল। হাঁটুতে চোট পেয়ে গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন কেন উইলিয়ামসন। এবার গুজরাত টাইটান্স কেনের বিকল্প বেছে নিল চলতি মরসুমের জন্য। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শনাকা এই মরসুমের জন্য দলে নিল গুজরাত। এর আগে আইপিএলে কখনও খেলেননি শনাকা। কিন্তু দেশের জার্সিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন শনাকা। এবারের নিলামে নিজের বেস প্রাইস লঙ্কা অলরাউন্ডার রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। সেই বেস প্রাইসেই এবার শনাকাকে দলে নিল গুজরাত। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমদাবাদে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে বেকায়দায় পড়ে চোট পেয়ে বসেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের বদলি হিসেবেই এবার লঙ্কা অধিনায়ককে দলে নিল গুজরাত শিবির। সূত্রের খবর, দৌড়ে ছিলেন স্টিভ স্মিথও। কিন্তু শেষ পর্যন্ত শনাকাকেই বেছে নেয় হার্দিকের দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বেশ অভিজ্ঞ নাম দাসুন শনাকা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেছিলেন তিনি। ওয়ান ডে সিরিজে একটি শতরানও হাঁকিয়েছিলেন। 

কেকেআরে রয়

এদিকে আইপিএলের মাঝপথেই ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে দলে নিল কেকেআর। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় মূলত তাঁর বদলি হিসেবেই রয়কে দলে নিল নাইটরা। সূত্রের খবর, আগামীকালের ম্যাচে তিনি ইডেনে উপস্থিত থাকবেন না। আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন রয়।

আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে ম্যাচেই মাইলফলক গড়তে চলেছেন রাসেল, নারাইন উভয়েই