IPL 2023:Nitish Rana Full Of Praise For Team’s Fighting Spirit After RCB Win


কলকাতা: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমে ব্যাট করতে নেমে এক সময় ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহের শতাধিক রানের পার্টনারশিপ ও তারপর স্পিনারদের দাপটে ম্যাচ জিতে নেয় কেকেআর। ম্যাচ শেষে সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসায় অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana)।

ম্যাচ শেষে নাইট অধিনায়ক বলেন, ‘গত ম্যাচেও আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। সাত উইকেট হারানোর পরেও আমরা লড়াইয়ে ছিলাম। আজও আমাদের ব্যাটিং ধস নামার পরেও গুরবাজ শুরুতে যেমনভাবে খেলে ওকে কুর্নিশ। অপরদিকে, শার্দুল ঠাকুরের ইনিংস সম্পর্কে আলাদা করে আর কী ই বা বলি। লোকজন সকলেই শার্দুলের প্রশংসা করবেন বটে, তবে রিঙ্কুও কিন্তু আমাদের পরিকল্পনামাফিক অপরপ্রান্তে টিকে থেকে ওকে যোগ্য সঙ্গ দেয়।’

বল হাতে নিজের প্রথম ম্যাচেই সুয়াশ শর্মা (Suyash Sharma) তিন উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। ম্যাচ শেষে তরুণ সুয়াশের প্রশংসায় পঞ্চমুখ নীতিশ। ‘আমরা মাঝের ওভারগুলিতে স্পিনারদের দিয়েই বল করাব বলে ঠিক করেছিলাম। সুয়াশ নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করল। আমরা নিজেরাও কিন্তু এখনও ও ঠিক কতটা দক্ষ, সেই বিষয়ে সম্পূর্ণ অবগত নই। তবে ওর নিজের ওপর আস্থা আছে। তৃতীয় স্পিনারের প্রয়োজন হলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে ওকে মাঠে নামানোর পরিকল্পনা আমাদের ছিলই।

সুয়াশ পরিচিতি

সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী আর এবার সুয়াশ শর্মা। কেকেআর শিবিরে আরও এক রহস্যময় স্পিনার। যাঁর বলের গতি, লাইন, লেংথ কিছুই বুঝে ওঠা দায়। অনুশীলনেই নজর কেড়েছিলেন সবার। এবার প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই  তুলে নিলেন তিন তিনটি উইকেট। আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের প্রথম হােম ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৮১ রানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। আর সেই ম্যাচেই দুরন্ত পারফর্ম করে তিন তিনটি উইকেট তুলে নিলেন।

বয়স সদ্য উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াশের। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও এখনও কোনও রাজ্য দলে খেলার সুযোগ পাননি সুয়াশ। কেকেআরের ক্যাম্পে প্রথমবার নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়াশের। কেকেআর অধিনায়ক নিজেও জানিয়েছেন যে সেই ক্যাম্পে সুয়াশের বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়াশ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন। শিকারের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক রয়েছেন। বাকি ২ জন অনুজ রাওয়াত ও করণ শর্মা। 

আরও পড়ুন: ইডেনে এসআরকে ম্যানিয়া! পরাজিত কোহলিকে ‘ঝুমে জো পাঠান’-এর তালে নাচালেন শাহরুখ