Pak Rapist Comment by Suella Braverman: ‘ব্রিটিশ-পাক যুবকরা ধর্ষক…’, UK-র বিদেশ সচিবের মন্তব্য নিয়ে কী বলছে ইসলামাবাদ?

‘ইংরেজ মেয়েদের ধর্ষণ করছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবকরা’, এমনই মন্তব্য করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বিদেশ সচিব সুয়েলা ব্র্যাভারম্যান। এই মন্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। ব্র্যাভারম্যানের মন্তব্য নিয়ে বালোচ বলেন, ‘ব্রিটিশ পাকিস্তানিদের টার্গেট করে অত্যন্ত বিভ্রান্তিকর ছবি তুলে ধরা হয়েছে। এই মন্তব্যের ফলে ইঙ্গিত মিলেছে যে, বাকি ব্রিটিশ নাগরিকদের থেকে পাক-ব্রিটিশদের সঙ্গে আলাদা ভাবে আচরণ করা হবে। নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত বর্ণ বিদ্বেষের বিষয়টি অগ্রাহ্য করেছে ব্র্যাভারম্যান। ব্রিটিশ-পাকিস্তানিরা ব্রিটিশ সমাজে যে অসাধারণ সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবদান রেখে চলেছেন তা স্বীকার করতে চাননি তিনি।’ (আরও পড়ুন: ট্রাম প্রেমীদের জন্য সুখবর! ৭ রুটে নতুন করে স্মৃতিযান চালানোর সিদ্ধান্ত রাজ্যের)

উল্লেখ্য, এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ব্র্যাভারম্যান বলেছিলেন, ‘ব্রিটিশ পাকিস্তানি পুরুষরা গ্রুমিং গ্যাংয়ের সদস্য। সাধারণ ইংরেজ মেয়েদের ধর্ষণ, মাদকদ্রব্য দেওয়া এবং ক্ষতি করার ক্ষেত্রে জড়িত এই ব্যক্তিরা। শ্বেতাঙ্গ ইংরেজ মেয়েরা প্রায়শই এই সব ব্রিটিশ পাকিস্তানিদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। তারা গ্যাং কালচারে আসক্ত এবং অপরাধে জড়িত। শিশু নির্যাতন নেটওয়ার্কেও পাকিস্তানি পুরুষরা জড়িয়ে পড়েছে।’ (আরও পড়ুন: আদালতের নির্দেশে আলোচনায় বসতে সুপ্রিম কোর্ট থেকে DA মামলা প্রত্যাহার করবে সরকার?)

আরও পড়ুন: ২০২৪ সাল থেকে বোর্ড পরীক্ষায় আসছে বড় বদল, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন CBSE-র

সুয়েলা বলেন, ‘অপরাধী পুরুষদের দলে প্রায় সবাই ব্রিটিশ পাকিস্তানি। তাদের সাংস্কৃতিক মনোভাব ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ বেমানান।’ ব্র্যাভারম্যান অভিযোগ করেন, শিশুদের রক্ষায় পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি। ব্রিটিশ বিদেশ সচিব আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সমস্যায় না পড়তেই নেতৃত্বে থাকা ব্যক্তিরা এই বিষয়ে কোনও কাজ করেনি। এই আবহে নতুন ‘বাধ্যতামূলক রিপোর্টিং আইন’ কার্যকর করার কথা বলেছেন ব্র্যাভারম্যান। এই নয়া আইনে শিশু সুরক্ষা সুনিশ্চিত হবে বলে জানিয়েছেন ব্র্যাভারম্যান।