Trains cancelled due to Kurmi agitation: কুড়মি বিক্ষোভের জেরে রাজধানী, দুরন্ত-সহ শনিবার বাতিল ৫৪ ট্রেন, রইল পুরো তালিকা

কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ শুধু আগামিকালই (৮ এপ্রিল, শনিবার) ৫৪ টি এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে পুরুলিয়া, পুণে, মুম্বই, টাটাগামী অসংখ্য ট্রেন চলবে না। কয়েকটি ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আগামিকাল কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, দেখে নিন পুরো তালিকা –

  • ১২১০১ লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস।
  • ১২১২৯ পুণে-হাওড়া এক্সপ্রেস।
  • ১২১৩০ পুণে-হাওড়া এক্সপ্রেস।
  • ১২১৫২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস সমরসতা এক্সপ্রেস।
  • ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস।
  • ১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস।
  • ১২৮০৯ ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস।
  • ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস এক্সপ্রেস।
  • ১২৮১৩ টাটা-হাওড়া এক্সপ্রেস।
  • ১২৮১৪ হাওড়া-টাটা এক্সপ্রেস।
  • ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস (আদ্রা পর্যন্ত যাবে)।
  • ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ১২৮৩৩ আমদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ১২৮৬০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস এক্সপ্রেস।
  • ১২৮৫৯ ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস।
  • ১২৮৭১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস।
  • ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস।
  • ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস।
  • ২২৮২৪ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।

আর কোন কোন এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, তা দেখে নিন এখানে –

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, দেখুন তালিকা। (ছবি সৌজন্যে রেল)

<p>একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। (ছবি সৌজন্যে রেল)</p>

একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। (ছবি সৌজন্যে রেল)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)