বড় সমস্যা থেকে বাঁচলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক! কিন্তু কীভাবে?। Robbers attempt to invade Lionel Messi house in Barcelona

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পরিবার নিয়ে এই মুহূর্তে লিওনেল মেসির জীবন কাটছে প্যারিসে। প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain) হয়ে খেলার জন্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্তমান ঠিকানা এই মুহূর্তে প্যারিস। তবে ‘এল এম টেন’-এর বার্সেলোনাতেও বিলাসবহুল বাংলো রয়েছে। সেই বাড়িতে ঢুকেই চুরির চেষ্টা করেছেন দুজন অজ্ঞাতনামা ব্যক্তি। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম এমনই দাবি করেছে। 

বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে বিশাল বাংলো বানিয়েছিলেন মেসি। কয়েক দিন আগে সকালের দিকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর সেই বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল তারা। কিন্তু সফল হতে পারেনি। পরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও। পুলিস আসার আগেই চোরেরা পালিয়ে যায়। এমনটাই জানিয়েছিল সংবাদমাধ্যম। যদিও দুই চোরের কীর্তি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। কালো হুডি পরে এসেছিল দুই চোর।

আরও পড়ুন: Kylian Mbappe VS PSG: ঝামেলা তুঙ্গে! কেন পিএসজি কর্তাদের বিরুদ্ধে রেগে লাল এমবাপে? জেনে নিন

আরও পড়ুন: Cristiano Ronaldo: সৌদির স্কুলে মারধরের শিকার রোনাল্ডোর সন্তানরা! বিস্ফোরণ ঘটালেন বান্ধবী জর্জিনা

কাতালান ক্লাব বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন মেসি। ক্লাব কেরিয়ারের বেশির ভাগ সাফল্য বার্সা থেকেই পেয়েছেন জীবন্ত কিংবদন্তি। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাংলো। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি। 

নমেসির বিলাসবহুল এই বাড়িতে একটি ফুটবল মাঠ আছে। বাগানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যেখানে পরিবার নিয়ে রাতের খাবারও খাওয়া যাবে। এ ছাড়া সুইমিং পুল, বারবিকিউ করার আলাদা জায়গা আছে এবং রয়েছে বাড়ির উপরের অংশে ‘নো ফ্লাই জোন’। অর্থাৎ, মেসির বাংলোর উপর দিয়ে বিমান জাওয়া-আসা করতে পারবে না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)