রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে রবিবার (০৮ এপ্রিল) থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। তবে এ (মানবিক) ও সি (বিজ্ঞান) ইউনিটে জিপিএ-৫ ছাড়া চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন না বিজ্ঞান শাখা থেকে পাস করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  

শনিবার (০৮ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ আইডি দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন।’

তিনি আরও বলেন, চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। সে জন্য অনলাইনে ‘বি’ ইউনিটে এক হাজার ১০০ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে এক হাজার ৩২০ টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত আবেদন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।’

প্রসঙ্গত, চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিন (এ, বি, সি) ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছিল চার লাখ এক হাজার ৪১৪টি।

এতে যাচাই-বাচাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য কোটাসহ মনোনীত হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ১৫১ জন। তবে ‘এ’ (মানবিক) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাস করা শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ‘এ’ ইউনিটে মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৫৮ পেয়ে আবেদন করা ভর্তিচ্ছুরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এ ছাড়া বি (ব্যবসা) ইউনিটে সব আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।’