শিয়রে পঞ্চায়েত ভোট, বুথ সশক্তিকরণ অভিযানে নেমে ৪০ শতাংশ বুথে পৌঁছতে পালন না BJP

দু’চোখে রাজ্যের মসনদ দখলের স্বপ্ন নিয়ে ফের একবার কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনার মুখে পড়ার জোগাড় হল বিজেপির রাজ্য নেতাদের। এবার বুথ সশক্তিকরণ অভিযানে বেরিয়ে রাজ্যের অর্ধেক বুথেও পৌঁছতে পারলেন না দল। ওদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। মুখ বাঁচাতে তাই ভোট ঘোষণার আগে আরেক দফা অভিযানে নামতে চলেছেন রাজ্য বিজেপির নেতারা। তবে তাতে ফাঁড়া কাটবে বলে সহমত নয় দলেরই একাংশ।

গোটা দেশে দলের সংগঠন মজবুত করতে বুথ সশক্তিকরণ অভিযানের উদ্বোধন করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। পশ্চিমবঙ্গে কর্মসূচি শুরু হয় ১২ মার্চ থেকে। চলে ২৫ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে দলের কর্মীরা বুথে বুথে গিয়ে একটি অ্যাপের মাধ্যমে সেখানে সংগঠনের হাল নথিবদ্ধ করেন। যে সব জায়গায় বুথ কমিটি নেই সেখানে বুথ কমিটি গঠন করা হয়। বুথ সভাপতিসহ ১২ জন করে সদস্য থাকবেন এক একটি বুথ কমিটিতে। এক বুথের কর্মী অন্য বুথে গিয়ে তথ্য সংগ্রহ করেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই কর্মসূচির রিপোর্ট। তাতে জানা গিয়েছে রাজ্যে ৪০ শতাংশ বুথেও পৌঁছতে পারেননি বিজেপি নেতারা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ১৫ শতাংশ বুথেও পৌঁছতে পারেননি তাঁরা। তার পরেও তাদের দাবি, রাজ্যে ৫০ শতাংশ বুথে বুথ কমিটি গঠন করা গিয়েছে।