Jamtara Gang: ইডেনে ম্যাচ দেখে হোটেলে যেতেই গ্রেফতার জামতারা গ্যাংয়ের ১১ সদস্য

ইডেনে আইপিএল ম্যাচ শেষ হওয়ার পর জামতারা গ্যাংয়ের ১১ জন সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে। ম্যাচ শুরু থেকেই তাদের অনুসরণ করছিলেন গোয়েন্দারা। ধৃতেরা প্রত্যেকেই কেকেআর–এর জার্সি পড়ে ইডেনের জি ব্লক স্ট্যান্ডে বসেছিল। ম্যাচ শেষ হওয়ার পরেই গোয়েন্দাদের একটি দল তাদের অনুসরণ করে এবং হোটেল থেকে তাদের হাতে নাতে গ্রেফতার করে। ধৃতেরা ইলেকট্রিক বিল নেওয়ার নামে বহু মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বলে নাগরিকদের ফোন করত। তারপরে অনলাইনে বিল নেওয়ার নাম করে অ্যাকাউন্ট সমস্ত টাকা হাতিয়ে নিত। এছাড়াও ঋণ দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নিত। এরকম একাধিক প্রতারণার মামলায় পুলিশ দীর্ঘদিন ধরেই তাদের খুঁজছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃতেরা জামতারা গ্যাংয়ের সদস্য। জয়েন্ট সিপি (অপরাধ) শঙ্খ শুভ্র চক্রবর্তী বলেন, ধৃতেরা দুদিনের সফরে কলকাতায় এসেছিল। ম্যাচ দেখার জন্য বেশি মূল্যের টিকিট কিনেছিল।

পুলিশ জানিয়েছে, জাল বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের প্রতারণা করার জন্য ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য ৫ জনকে ঋণ দেওয়ার নামে প্রতারণা করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঠাকুরপুকুর এবং টালিগঞ্জ থানা এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে অভিযুক্তদের গ্রেফতার করলে সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারত। তাই ম্যাচ শেষ হওয়ার পর অভিযুক্তদের পিছু নিয়ে তাদের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, টালিগঞ্জ থানায় ভুয়ো বিদ্যুতের বিল দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা প্রতারণা করেছিল ধৃতেরা। উল্লেখ্য, এর আগে এই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা এখন জেল হেফাজতে রয়েছে।ঠাকুরপুকুর থানায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি শাখা অভিযান চালিয়ে এর আগে জামতারা গ্যাংয়ের ৩ জনকে আটক করেছিল। পরে তাদের একজনকে গ্রেফতার করে। ধৃত বেলেঘাটার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup