New Feature: হোয়াটস অ্য়াপের স্ট্যাটাস আপডেট শেয়ার হবে ফেসবুকে, সেটাও নিজে থেকেই

আরিয়ান প্রকাশ

হোয়াটস অ্যাপে এবার আসছে নয়া ফিচার। এবার হোয়াটস অ্যাপ ব্য়বহারকারীরা ফেসবুক স্টোরিতে স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন। প্লাটফর্ম না ছেড়েও নিজে থেকে তাঁরা এটা করতে পারবেন। 

WABetaInfo র রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, এই অপশনটা অ্য়াক্টিভেট করা থাকলে কিছু স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে আপনা থেকেই এই প্রসেসটা হয়ে যাবে। আগে যেটা হত, হোয়াটস অ্যাপের কোনও স্ট্যাটাস ফেসবুকে স্টোরিতে শেয়ার করতে হলে সেটা সংশ্লিষ্ট ব্যবহারকারীকে ম্যানুয়ালি করতে হত। কিন্তু এবার একটি অপশন অ্য়াক্টিভেট করা থাকলে নতুন কোনও স্ট্যাটাস যখন হোয়াটস অ্যাপে আপডেট করা থাকবে তখন সেটা ফেসবুকের স্টোরিতেও চলে আসবে। 

তবে হোয়াটস অ্য়াপ ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন ঠিক কোন আপডেটটা তাঁরা ফেসবুকে শেয়ার করতে চাইছেন। তবে এই ফিচারটা ঐচ্ছিক। আর এটা বাই ডিফল্ট নিষ্ক্রিয় করা থাকবে। স্ট্যাটাস প্রাইভেসি সেটিংসে গিয়ে এই অপশনটা সক্রিয় করতে হবে।

তবে কোনও হোয়াটস অ্যাপ ব্যবহারকারী যদি ভাবেন তিনি তাঁর কোনও হোয়াটস অ্যাপ স্ট্যাটাস আর ফেসবুকে দিতে চান না তবে তিনি যে কোনও সময়ে সেই অপশন বন্ধ করে দিতে পারেন। প্রচুর মানুষের কাছে তিনি  তাঁর আপডেট শেয়ার করতে পারেন। তবে সবটাই তাঁর ইচ্ছার উপর নির্ভর করছে। 

এদিকে রিপোর্টে উল্লেখ করা হয়েছে পরবর্তী সময়ে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেট ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন। অদূর ভবিষ্যতে এটা হতে পারে। 

তবে বর্তমানে ফেসবুকে স্টোরিতে স্ট্যাটাস আপডেট শেয়ারের বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তবে সম্প্রতি হোয়াটস অ্য়াপের পক্ষ থেকে জানানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে তারা প্রায় ৪৬ লাখ ভারতীয় অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে। কারণ তারা গাইডলাইন না মেনেই কাজ করছিল। ভারতের মাসিক রিপোর্টে তারা এনিয়ে উল্লেখ করেছিল। 

এদিকে অনেকেই হোয়াটস অ্যাপে তাঁদের স্ট্যাটাস দিতে অভ্যস্ত। প্রতিদিনই তাঁরা নির্দিষ্ট সময় অন্তর তাঁরা আপডেট দেন। আবার সেই আপডেট ম্যানুয়ালি তাঁরা ফেসবুকের স্টোরিতেও দেন। তবে এবার সেটাই আপনাআপনি করা যাবে। তবে সেক্ষেত্রে প্রাইভেসি সেটিংসে গিয়ে নির্দিষ্ট অপশন বাছতে হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup