VHP Rally: ‘সনাতন সমাজে আঘাত আসছে!’ ‘বঙ্গ বিবেক’ জাগাতে গেরুয়া শিবিরের বুদ্ধিজীবীদের মিছিল

রামনবমীতে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার বুদ্ধিজীবীদের একাংশ। তাঁরা বিবৃতি দিয়ে সেই উদ্বেগের কথা জানিয়েছিলেন। অপর্ণা সেন, কৌশিক সেন, রেশমী সেন, ধদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুজন মুখোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য-সহ বুদ্ধিজীবীরা। তাঁরা এই হিংসার জন্য কাঠ গড়ায় তুলেছিলেন গেরুয়া শিবিরকে। এবার তার পাল্টা হিসাবে তাঁদের বুদ্ধিজীবীদের পথে নামাচ্ছে গেরুয়া শিবির।

অপর্ণা-কৌশিকদের নিশানায় ছিল মূলত, বিশ্ব হিন্দুপরিষদ, আরএসএস এবং রাজনৈতিক দল হিসাবে বিজেপি। কোনও সংগঠনের নাম না করে বিবৃতিতে লেখা হয় ,’রামনবমীকে কেন্দ্র করে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তীব্রভাবে এই ঘটনাবলীর প্রতিবাদ জানাচ্ছি।’

এরই পাল্টা হিসাবে তাদের ‘প্রবুদ্ধ’দের (বুদ্ধিজীবী) পথে নামাচ্ছে বিশ্ব হিন্দুপরিষদ। পরিষদ সূত্র খবর, আগামী ১০ এপ্রিল রাজ্যপালের কাছে যাবে সাধুসন্তুদের একটি দল। এর পর আগামী ১৩ এপ্রিল বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সংগঠনের বুদ্ধিজীবীদের নিয়ে একটি মিছিল হবে। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত যাবে সেই মিছিল। যে মিছিলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গ বিবেক’।

মিছিল প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতার কথায় ‘সনাতন সমাজের উপর আঘাত আসছে। তার প্রতিবাদে আমাদের প্রবুদ্ধ অর্থাৎ বুদ্ধিজীবীদের নিয়ে মিছিল করব। অন্যান্য সংগঠনের বিশিষ্টজনেরা এই মিছিলে যোগ দেবেন।’

সূত্রের খবর, এই মিছিলে সরাসরি বিজেপি না থাকলেও দলের বুদ্ধিজীবীরা অংশ নিতে পারেন।