বিরোধী প্রার্থী যেন না দাঁড়ায়, দাঁড়ালে দায় প্রধানের, ভয়াবহ হুমকি উদয়নের

বাম আমলে ফরওয়ার্ড ব্লকের নেতা হিসাবে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে নিশানা করে বিতর্কে জড়াতেন উদয়ন গুহ। আর এখন তিনি তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে তিনি নিশানাটা বদলে ফেলেছেন। এখন তাঁর নিশানায় বাম ও বিজেপি। পঞ্চায়েত ভোটের মুখে এবার উদয়ন গুহ দিনহাটার বুকে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধীদের।

কার্যত বিরোধী শূন্য় করার হুঁশিয়ারি। একজনও বিরোধী যাতে দাঁড়াতে না পারে সেজন্যই কার্যত নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

এদিন তিনি সভায় বলেন, জেতা তো দূরের কথা, একজন বিরোধী প্রার্থীও যেন দাঁড়াতে না পারে। যদি একজনও বিরোধী প্রার্থী দাঁড়ায় তার জন্য দায়ী হবেন প্রধান, অঞ্চল সভাপতিরা। সাফ কথা উদয়নের।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ভয়াবহ হিংসা দেখেছিল কোচবিহার। দিনহাটা, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচিতে কার্যত মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি বিরোধীদের। অনেকেই আতঙ্কে বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন বহু বিজেপি কর্মী। তবে কি সেই ভয়াবহ হিংসা ফের ফিরবে কোচবিহারে? তবে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মুখে এই কথা শুনে অনেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের এটাই কর্মসূচি। তৃণমূলের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি তো পিতৃদেবকেও আক্রমণ করেছিলেন। যে যত বড় হুঙ্কার দিচ্ছেন জেনে রাখবেন গভীর রাতে দিল্লিতে তাঁর ফোন তত বেশি যায়।

এদিকে সিপিএম নেতা শমীক লাহিড়ি জানিয়েছেন, এটা তো অপরাধীদের কথা। এবার অপরাধীদের জেলে রাখা দরকার। তবে এটা ২০১৮ নয়। এটা ২০২৩। এবার রাজ্যের মানুষ এদের হঠানোর জন্য কোমর বাঁধছে।

তবে এদিন উদয়ন গুহ যেভাবে বিরোধীদের দমানোর জন্য শাসকদলের নেতাদের উৎসাহ দিয়েছেন তাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী দলের অন্দরেই এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনহাটাতেও এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে এবার উদয়ন গুহের এই হুমকিকে রুখতে বিজেপি কতটা সমর্থ হয় সেটাই এখন দেখার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup