হানিফ সংকেতের নির্দেশনায় অভিনয়ে রবি চৌধুরী

রবি চৌধুরীকে নিয়ে একটি মিউজিক্যাল ড্রামা নির্মাণ করেছেন হানিফ সংকেত। যা সম্প্রচার হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানে। এমনটাই নিশ্চিত করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ‘ইত্যাদি’তে পরিবেশিত হয় মিউজিক্যাল ড্রামা। এবারের নাটকে দেখা যাবে এরকম তিনটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে মিউজিক্যাল ড্রামা। যার একটিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও অভিনেতা রাশেদ মামুন অপু। অন্য দুটিতে আছেন রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রিমু রোজা খন্দকার ও কাইফ।

হানিফ সংকেত জানান, এবারের নাটক পর্বটি দর্শকদের ভীষণ আনন্দ দেবে। 

বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। রিমু ও রিচি সোলায়মান

বলা দরকার, এবারই প্রথম অভিনয় করেননি রবি চৌধুরী, দুই বছর আগে মনির হোসেন জীবনের ধারাবাহিক নাটক ‘আগন্তুক’-এ অভিনয় করেছিলেন। তারও আগে করেছিলেন একটি টেলিছবি ‘ফেরারি সুখ’।