Abhishek Banerjee in Alipurduar: বকেয়া চেয়ে ১ মাসে ১ কোটি চিঠি, না দিলে …, আলিপুরদুয়ারে হুঁশিয়ারি অভিষেকের

১০০ দিনের কাজের টাকা না দিলে দিল্লির বুকে আরও বড় আন্দোলন হবে। কী সেই আন্দোলন ,তার প্রাথমিক রূপরেখাও আলিপুরদুয়ারের সভা থেকে ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৬ এপ্রিল থেকে বাংলার বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রীকে এক ১ কোটি চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিলেন তিনি। তাতেও কাজ না হলে, দিল্লিতে বঞ্চিতদের নিয়ে গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, ‘১৬ এপ্রিল থেকে আমাদের নয়া কর্মসূচি শুরু হবে। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রী-গ্রামোন্নয়নমন্ত্রীকে চিঠি পাঠানো হবে। ১৬ এপ্রিল থেকে চিঠি পাঠানো শুরু হবে। ১ কোটি চিঠি পাঠানো হবে। দেখব কেন্দ্র কীভাবে কানে তুলো গুঁজো থাকে’।

সভা থেকে অভিষেক বলেন, ‘১০০ দিনের টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন । আমরা এক বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি। আর নয়, এক মাসের মধ্যে এক কোটি সই প্রয়োজন। একমাসের মধ্যে টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেব।’

সভা থেকে শুভেন্দু আধিকারিকে কটাক্ষ করে বলেন, ‘বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বলছে, টাকা বন্ধ করে দাও। অধিকারের টাকা তখনই কেউ বন্ধ করে যখন সে আপনাদের দূর্বল ভাবে। ওরা আপনাদের ভাতে মারছে। এই জেলা থেকে ৪ লক্ষ সই আমার চাই।’

আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকে বলেন, ‘মানুষের হকের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। বকেয়া আদায়ে যতদূর যাওয়ার আমরা যাব। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে।’

প্রসঙ্গত, গত বুধবারই কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দলের ২৫ জন সাংসদকে গিয়ে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মন্ত্রী দেখা করেননি। তৃণমূলের অভিযোগ, দিল্লিতে থাকা সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। দলের দাবি, প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলেই তিনি এড়িয়ে গিয়েছেন। তাঁর দফতর থেকে বলা হল মন্ত্রী বিহারে গিয়েছেন। কিন্তু তারপর দিন মন্ত্রী গিরিরাজ সিং-কে সংসদে দেখা যায়। এতেই ক্ষুব্ধ তৃণমূল ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে মন্ত্রীকে চিঠি দিয়েছেন।

রাজ্যে ফিরে আলিপুরদুয়ারের সভায় সেই বকেয়া টাকার দাবিকেই আরও জোরালো করলেন।