GT vs KKR Score Live Updates: Gujarat Titans vs Kolkata Knight Riders IPL 2023 Live streaming ball by ball commentary

২২ গজে নামার আগে গুজরাত (Gujrat Titans) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে কারা এগিয়ে? কে বেশি রান করেছেন, কার ঝুলিতে সর্বাধিক উইকেট রয়েছে মুখোমুখি মহারণে, এক নজরে দেখে নেওয়া যাক

এখনও পর্যন্ত দুটো দল আইপিএলের (IPL 2023) ইতিহাসে মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। এখনও পর্যন্ত দু দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান হার্দিক পাণ্ড্যর। ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেলের ঝুলিতে। তাঁর সংগ্রহ ছিল ৪৮।

২ দলের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট আন্দ্রে রাসেলের। তিনি সেই ম্যাচে মোট ৪ উইকেট নিয়েছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানেও সংগ্রহ টিম সাউদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩ উইকেট। 

আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। কেকেআর তাঁদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে গুজরাত তাঁদের প্রথম ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকছে হার্দিক পাণ্ড্যর দলের সামনে। ২ দলের অধিনায়কই তরুণ হার্দিক যদিও একটু অভিজ্ঞ, কিন্তু রানা প্রথমবার কোনও মেজর টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন।

গুজরাত এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছিল। শুভমন গিল ৩৬ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৮ বলে ৬২ রান করেছিলেন সাঈ সুদর্শন।