Haryana: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে গুঁতো দিল নীলগাই, অল্পের জন্য রক্ষা

সিনিয়র কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুড়া। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন তিনি। হরিয়ানার হিসার জেলার বারওয়ালা এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে একটি নীলগাই গুঁতিয়ে দেয়। তিনি কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। রাস্তাতেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার জেরে টয়োটা গাড়ির সামনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে হিসারের পুলিশ সুপার গঙ্গারাম পুনিয়া জানিয়েছেন, আচমকাই একটি নীলগাই চলে এসেছিল। সেটির সঙ্গে ওই গাড়ির ধাক্কা লাগে। তবে গাড়ির আরোহীদের কোনও ক্ষতি হয়নি। সকলেই অক্ষত রয়েছেন।

কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই জন্তুটা আচমকাই গাড়ির সামনে চলে এসে ধাক্কা দেয়। তবে আমরা সকলেই নিরাপদে রয়েছি। তিনি জানিয়েছিলেন, আমি সেই অনুষ্ঠানে এসেছি। এরপর অপর একটি গ্রামের অনুষ্ঠানে যাব।

তিনি টুইট করেও জানিয়েছেন, আজ হিসারের রাস্তায় যাওয়ার সময় আমার গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা সকলেই অক্ষত রয়েছি। কেউ জখম হননি। আমি আগের সভাতেও অংশ নেব।

এদিকে ৭৫ বছর বয়সী ওই কংগ্রেসী নেতার গাড়ি দুর্ঘটনায় পড়েছে এই খবর চাউড় হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে তিনি নিরাপদেই রয়েছেন।

এদিকে শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়ি কাশ্মীরে দুর্ঘটনার মুখে পড়েছিল। তবে অল্পের জন্য তিনি রক্ষা পান বলে খবর। ঠিক কী হয়েছিল সেই ঘটনাটি?

শনিবার জম্মু ও কাশ্মীরে একটি ট্রাক কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছিল। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি। পুলিশ জানিয়েছে মাল বোঝাই একটি ট্রাক জম্মু-শ্রীনগর হাইওয়েতে রামবানের কাছে মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়িটি। সেই সময় একটি মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে এতে কেউ আহত হননি। মন্ত্রী অত্যন্ত নিরাপদে তাঁর গন্তব্যে যেতে পেরেছেন।