IPL 2023: When And Where To Watch Gujarat Titans Vs Kolkata Knight Riders


আমদাবাদ: আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। কেকেআর তাঁদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে গুজরাত তাঁদের প্রথম ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকছে হার্দিক পাণ্ড্যর দলের সামনে। ২ দলের অধিনায়কই তরুণ হার্দিক যদিও একটু অভিজ্ঞ, কিন্তু রানা প্রথমবার কোনও মেজর টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন।

গুজরাত এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছিল। শুভমন গিল ৩৬ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৮ বলে ৬২ রান করেছিলেন সাঈ সুদর্শন।

আজকের খেলা

আজ আইপিএলে গুজরাত টাইটান্সের মুখোমুখি

বে কলকাতা নাইট রাইডার্স

কবে খেলা

আজ ৯ এপ্রিল, রবিবার গুজরাত টাইটান্স ও কেকেআর একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ বিকেল ৩টায় টস হবে।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।

রেকর্ড গড়ে অর্ধশতরান রাহানে

বলা হয়, তিনি নাকি টেস্ট ক্রিকেটার। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অচল আধুলি। যদিও ব্যাট হাতে কুড়ি বিশের জগতেও যে আলো ছড়াতে পারেন, শনিবার তা প্রমাণ করে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK) বোলিংকে ছারখার করে মাত্র ২৭ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৩টি ছক্কা।

অথচ শনিবারের ম্যাচে খেলারই কথা ছিল না রাহানের। মঈন আলি অসুস্থ হয়ে পড়ায় আচমকাই জানতে পারেন যে, ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ম্যাচের পর রাহানে বলেছেন, ‘আমি ভীষণ উপভোগ করেছি। টসের আগে জানতে পারি আমি খেলব। মঈন আচমকা অসুস্থ হয়ে পড়েছিল। ফ্লেম (কোচ স্টিফেন ফ্লেমিং) আমাকে জানায় যে, খেলছি।’

রাহানে যোগ করেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমার মরসুমটা ভাল গিয়েছে। শুধু নিজের ছন্দ বজায় রাখার চেষ্টা করেছি। টাইমিংয়ে জোর দিয়েছি। শুধু এটা উপলব্ধি করা জরুরি যে, ম্যাচ খেলছি। আইপিএল লম্বা টুর্নামেন্ট আর কেউই জানে না কখন সুযোগ চলে আসবে।’ রাহানে আরও বলেছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা সব সময়ই উপভোগ করি। এখানে কোনওদিন টেস্ট ম্যাচ খেলিনি। এই মাঠে একটা টেস্ট খেলতে চাই। মাহি ভাই আর ফ্লেমিংয়ের সবচেয়ে ভাল ব্যাপার হল ওরা সকলকে স্বাধীনতা দেয়। মাহি ভাই আমাকে তৈরি থাকতে বলেছিল।’