Kerala: খ্রীষ্টান সম্প্রদায়ের সঙ্গে BJP নেতাদের সৌজন্য় বিনিময়, CPIM বলছে ‘নাটক’

বিজেপি নেতৃত্ব রবিবার কেরলে গিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের একাধিক নেতৃত্বের সঙ্গে দেখা করলেন। ইস্টার উৎসবের অঙ্গ হিসাবে তাঁরা এদিন খ্রীষ্টান সম্প্রদায়ের ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন। তবে ওয়াকিবহাল মহলের মতে, তাঁরা মূলত সংখ্য়ালঘু সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ বাড়াতে চাইছেন। সেকারণেই তাঁরা এদিন কেরলে খ্রীষ্টান সম্প্রদায়ের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে ভাববিনিময় করেন। তবে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে কটাক্ষ করেছেন কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব।

মন্ত্রী ভি মুরলীধরন এদিন ল্যাটিন ক্যাথলিক চার্চের সদর দফতরে গিয়ে আর্চ বিশপ মার জর্জ নেট্টোর সঙ্গে দেখা করেন। দলের জাতীয় কর্মসমিতির সদস্য পিকে কৃষ্ণদাস আর্চ বিশপ মার যোশেফ পাম্পলানির সঙ্গে ও দলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন দেখা করলেন অপর এক বিশপের সঙ্গে। মুরলীধরন জানিয়েছেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা রাজনীতির কোনও কথা বলিনি।

এদিকে সাইরো মালাবার চার্চ কার্ডিনাল মার জর্জ আলাঞ্চারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ দেশে খ্রীষ্টানরা কখনই নিরাপত্তাহীনতায় ভুগবেন না। পরে চার্চের মুখপাত্র ফাদার অ্যান্টনি ভাদাক্কেকারা জানিয়েছেন, এটা কোনও রাজনৈতিক বক্তব্য ছিল না। এটা একটা সাধারণ পর্যবেক্ষণ ছিল।

এদিকে বিজেপির এই নয়া অবস্থানকে ঘিরে খ্রীষ্টান সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে কংগ্রেস ও সিপিএম। উত্তরভারতে কীভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের উপর আঘাত হানা হয়েছে সেকথা মনে করিয়ে দেন তাঁরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ জানিয়েছেন, ধৃতরাষ্ট্র আলিঙ্গনম থেকে সাবধান। ( মহাভারতের যুদ্ধের পরে রাজা ধৃতরাষ্ট্র ভীমকে আলিঙ্গন করতে চেয়েছিলেন) । কর্নাটকের মন্ত্রী সাম্প্রতিকতম ঘৃণাসূচক ভাষণের কথাও মনে করিয়ে দেন তিনি। তিনি সম্প্রতি জানিয়েছিলেন, খ্রীষ্টানরা ধর্মান্তকরণের জন্য বস্তিবাসীদের টার্গেট করে।

সিপিএমের দাবি, কুমীরের কান্না দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যাবে না। খ্রীষ্টানরা ওই দলের প্রকৃত রঙটা জানেন। এই ধরনের নাটক দেখিয়ে কিছু হবে না।

এদিকে দল সূত্রে খবর, উত্তরপূর্বে জয় নিশ্চিত করার পরে এবার বিজেপির লক্ষ্য কেরল জয় করা। তার জেরেই একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে।