Modi Visits Cathedral: ইস্টারে দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রালে মোদী, রোপণ করলেন গাছ, কিছু দৃশ্য একনজরে

ইস্টার উপলক্ষ্যে দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চে রবিবার পৌঁছন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের ইস্টারের দিন ৯ এপ্রিল প্রধানমন্ত্রীকে দিল্লির চার্চে যেতে দেখা যায়। তিনি সকলের সঙ্গে মিলে সেখানে বিশেষ প্রার্থনায় অংশও নেন।

ইস্টারের বিশেষ আয়োজনে রবিবার দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রালে নরেন্দ্র মোদী বিশেষ আয়োজনে যোগ দেন। চার্চে এদিন বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন,’ আজ ইস্টারের শুভ দিনে আমার সৌভাগ্য হয়েছিল দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রালে যাওয়ার। খ্রিস্টান ধর্মের আধ্যাত্মিক বহু যাজকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল এই সময়।’ উল্লেখ্য, মনে করা হচ্ছে, ২০২৪ লোকসভা ভোট ও কর্ণাটকে মে মাসে আসন্ন ভোটের আগে, দিল্লির ক্যাথিড্রালে প্রধানমন্ত্রী মোদীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিজেপিকে বেশ কয়েকটি দিক থেকে দেখা যাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তুলতে। সদ্য বেশ কয়েকটি ভাষণে মোদী তুলে ধরেছেন যে, কীভাবে সংখ্যালঘু সম্প্রদায় বিজেপির কাছে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছে। উল্লেখ্য, সেই জায়গা থেকে গোয়ায় বিজেপির ভোটের লড়াইতে সাফল্য প্রমাণ করে, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠতায় বিজেপি বহু ক্ষেত্রেই লাভের মুখ দেখেছে। এছাড়াও মেঘালয় ও নাগাল্যান্ডে, যেখানে খ্রিস্টান জনবসতি বেশ বেশি, সেখানে বিজেপির ভোটের সময়ের সাফল্য বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(ছুঁলেই ছ্যাঁকা! আলফানসো বিক্রি হচ্ছে EMIতে, কীভাবে চিনে নেবেন এই আম? জানুন ) 

( এপ্রিলে অর্থভাগ্য উজ্জ্বল হতে চলেছে সূর্যের মতো! এই বিশেষ রাজযোগে লাভবান ৩ রাশি)

ইতিমধ্যেই নরেন্দ্র মোদী জানান দিয়েছেন, যে তাঁর সরকার ‘সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ এর নীতিতে বিশ্বাসী। সেই জায়গা থেকে সংখ্যালঘুদের কাছে পেতে বেশ সচেষ্ট বিজেপি হেডকোয়ার্টার। প্রসঙ্গত, কেরলে খ্রিস্টান জনবসতির আধিক্য রয়েছে। বাম শাসনে থাকা কেরলে বিজেপি ব্যাপকভাবে নিজের থাবা কষাতে চেষ্টা করে চলেছে। সেই জায়গা থেকে ইস্টারে মোদীর ক্যাথিড্রালে পৌঁছানোর ঘটনা বেশ প্রাসঙ্গিক। এছাড়াও সদ্য অনিল অ্যান্টনি যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি কেরলের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনির ছেলে। সবমিলিয়ে মোদীর ইস্টারের দিনের পোস্ট রাজনৈতিক আঙিনায় বেশ খানিকটা চর্চায় রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup