Nirmal Maji: ‘‌চেম্বারে রোগীদের মুখ্যমন্ত্রীর প্রকল্পের কথা বলুন’‌, চিকিৎসকদের নিদান নির্মলের

তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজির মন্তব্য নিয়ে শুরু হয়ে গেল নতুন করে বিতর্ক! এবার তিনি সরাসরি রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলিকে নিয়ে চিকিৎসকদের হুইস্পার ক্যাম্পেনিংয়ের পরামর্শ দিলেন নির্মল মাজি। চেম্বারে রোগীকে পরামর্শ দেওয়ার পরেই হোক বা রাস্তাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রচারের আর্জি জানিয়েছেন নির্মল মাজি। নিজে একজন চিকিৎসক হয়ে কেমন করে রাজ্যের চিকিৎসকদের এমন পরামর্শ দিলেন তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক।

ঠিক কী বলেছেন নির্মল মাজি?‌ শনিবার চিকিৎসকদের একটি সংগঠনের সম্মেলন ছিল। সেখানে যোগ দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজি। আর তিনি বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচন খুব বেশি দেরি নেই। তাই হুইস্পার ক্যাম্পেনিং শুরু করে দিতে হবে। চেম্বারে অনেক রোগীই আসেন। তাঁদের পরামর্শ দেওয়ার পর বা চেম্বার শেষ করার পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা বলুন। কারণ এই মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। মে মাসের তৃতীয় সপ্তাহে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে পারে।’‌

আর কী বলেছেন বিধায়ক?‌ এদিন বেসরকারি হাসপাতালগুলিকেও আক্রমণ করেন বিধায়ক–চিকিৎসক। বেসরকারি হাসপাতালগুলির কাছে নিজেকে ‘‌ডন’‌ বলে সম্মোধন করেন নির্মল মাজি। আর কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‌কীভাবে বেসরকারি হসপাতালগুলিকে অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে? এসবের উপরে নজর রয়েছে। রাজ্যের পাঁচতারা যেসব হাসপাতালগুলি রয়েছে সেইসব হাসপাতালগুলির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সেখানে আরএমও হয়ে যাচ্ছেন আয়ুর্বেদের ডাক্তাররা। সিসিইউতে তাঁরা কাজ করছেন। এই নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে।’‌

ঠিক কী নিয়ে বিতর্ক?‌ নির্মল মাজি প্রকাশ্যেই জানান, তিনি দুর্নীতি করেন না। জেলার কর্মীদের মতো তাঁর তিনতলা বাড়ি নেই। তারপরই নির্মল মাজি সম্মেলনে বলেন,‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৩টি প্রকল্পের কথা একটু একটু করে বলুন। পজিটিভ দিকগুলি বলুন।’‌ এই মন্তব্য নিয়েই হইচই শুরু হয়েছে চিকিৎসকদের মধ্যে। কারণ সরকারের প্রচার করা চিকিৎসকদের কাজ নয়। বহু চিকিৎসকই বিষয়টিকে ভাল বলে মনে করছেন না। এই মন্তব্য নিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ‘‌হুইস্পারিং ক্যাম্পেনিং কেন করবেন?‌ আপনারা টিএমসি’‌র লোক। সরাসরি প্রত্যাখ্যান করুন। যাই করুন মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। সরকারি কর্মীরা রাস্তায় বসে রয়েছেন ডিএ’‌র জন্য। কে উত্তর দেবে? ডাক্তারবাবুরা দেবেন?’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup