TISS queer student: এলজিবিটির একজন বলে ঢুকতে দেওয়া হল না! এবার বিতর্কের কেন্দ্রে টাটার প্রতিষ্ঠান

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের ছাত্র সংসদের প্রেসিডেন্ট তিনি। এলবিজিটি সমাজের একজন হিসেবেই ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রতীক পার্মে। কিন্তু বাধ সাধে তাঁর পোশাক। পোশাকের নমুনা দেখে অনুষ্ঠান যোগ দেওয়ার আগেই বিদায় করে দেওয়া হয় তাঁকে। এই নিয়ে বিতর্কেও জড়িয়েছে টাটা গোষ্ঠীর এই বিখ্যাত প্রতিষ্ঠান। 

খবরটি প্রকাশ্যে আসতেই অবশ্য প্রতিষ্ঠানের তরফে এক অধ্যাপক কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। সংবাদমাধ্যমকে তিনি জানান, এই প্রতিষ্ঠানে সবরকম মানুষদেরই সমান গুরুত্ব দেওয়া হয়। কারও সঙ্গে কোনও বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে। সাম্প্রতিক ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখছে প্রতিষ্ঠান। এমনটাই জানান তিনি‌। 

আরও পড়ুন: এই অংশুলা কাপুরকে চিনতে পারছেন? কোন রহস্যে কমালেন ওজন? রইল খাবারের তালিকা

আরও পড়ুন: নানা রঙের মাস্কও বাঁচাতে পারল না! করোনা আক্রান্ত রাজ কুন্দ্রা, থাবা বিনোদন জগতে

সংবাদমাধ্যমে প্রকাশ, গত ২৫ মার্চ টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসে একটি বক্তৃতার আয়োজন করা হয়‌। বক্তৃতার বিষয় ছিল ‘আম্বেদকরের জাতীয়তাবাদ ও সাম্প্রতিক সময়ে  সহযোগমূলক সক্রিয় আন্দোলন’। সেই বক্তৃতার অনুষ্ঠানেই ঢুকতে দেওয়া হয়নি ছাত্র সংসদের প্রেসিডেন্ট প্রতীক পার্মেকে। পোশাকের কারণেই তাকে আটকে দেওয়া হয়। 

আরও পড়ুন: ঘণ্টায় ২০ লাখ মাইল বেগে ছুটে আসছে সৌর ঝড়, বড় বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস করছে পোষ্য? মোট ৫টি খাবার খেলেই ভালো থাকবে আদুরে

এই দিন সমাজ মাধ্যমের পোস্টে প্রতীক লেখেন, ‘আমাকে ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আম্বেদকর মেমোরিয়াল লেকচারে আমন্ত্রণ জানানো হয়েছিল। অতিথিদের স্বাগত জানাতে এবং কিছু আনুষ্ঠানিকতা করতেই আমাকে ডাকা হয়। অনুষ্ঠানস্থলে সন্ধ্যা ৬টার দিকে আমি সাধারণ পোশাকে হাজির হই। একটি ব্লাউজ এবং একটি স্কার্ট পরেছিলাম। কিন্তু ৭টার কাছাকাছি সময়ে, একজন অধ্যাপক এবং আয়োজক কমিটির কয়েকজন সদস্য বলেন এই ধরনের অনুষ্ঠানে এমন পোশাক পরা যাবে না।’

তাঁর কথায়, শিক্ষার্থীরা কী পোশাক পরবে তা যদি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চায়, সেটা ঠিক নয়। পার্মে বলেন, ‘আমি একজন আদিবাসী এবং উপজাতি গোষ্ঠীর ব্যক্তি।  এর পাশাপাশি আমি একজন এলবিজিটি সমাজেরও মানুষ। সেদিন আমি এটাও দেখলাম যে আমাকে আমার সমাজের প্রতিনিধিত্ব করতে দেওয়া হল না। আমি এলজিবিটি সমাজের বলেই আমাকে অনুমতি দেওয়া হয়নি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup