TMC MLA Sovondev Chatterjee: ‘আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে,CPM নিত সাইন্টিফিক্যালি!’ ফের বেফাঁস শোভনদেব

বাম আমলে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন খড়দহের বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে। কিন্তু সিপিএম নিত বিজ্ঞানসম্মত ভাবে।’

পানিহাটিতে একটি সভায় বক্তব্য রাখছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বাম জমনার দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর কথায়,’দুর্নীতি বামেরা করেছে। চাকরি ওরাও দিয়েছে। তবে তবে সেটা খুব সাইন্টিফিক্যালি (বিজ্ঞানসম্মত ভাবে)।’

সেই বিজ্ঞানসম্মত পদ্ধতি কী তাও ব্যাখ্যা করেছেন মন্ত্রী। তিনি বলেন,’কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা নিজেদের লোক নিয়েছে। তার বদলে মাসে মাসে পার্টি অফিস কমিশন নিত। ওরা টেকনিক্যাল চোর।’

নিয়োগ দুর্নীতিতে একের এক নেতা-মন্ত্রীর জড়িয়ে যেতে বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে তৃণমূল। সেই সময় চিরকূটের মাধ্যমে চাকরি হতো, বলে অভিযোগ তুলেছে শাসকদল। উদয়ন গুহ, তাপস চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা, যারা এক সময় বামপন্থী ছিলেন, তারাও সিপিএম জমানায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।

(পড়তে পারেন। বর্ধিত পার্কিং ফি বিতর্কে জল ঢাললেন কুণাল ঘোষ, বললেন, ‘ফিরহাদ যোগ্য লোক’)

কৃষি মন্ত্রী আরও বলেন,’দেশে এমন একটা দল আছে যেখানে খারাপ লোক নেই? পৃথিবীতে এমন কোনও সমাজ আছে যেখানে ভালো লোক খারাপ লোক নেই। সব দেশে আছে সব জায়গায় আছে। আলো থাকলে অন্ধকার আছে। অন্ধকার থাকলে আলো আছে। ভালো খারাপ সব জায়গায় থাকবে। যারা খারাপ কাজ করতে চায়। তারা একটা ক্ষমতা খোঁজে। কোথায় গেলে আমি নিরাপত্তা পেতে পারি। আমার দল সরকারে আসার পর আমার দলে ভিড় হতেই পারে। কিন্তু দল তো কখনো বলেনি তুমি অন্যায় করো।…দল এগুলো বরদাস্ত করে না।’

মন্ত্রীর এই মন্তব্যের রাজনৈতিক মহলের ব্যাখ্যা, গরুপাচার থেকে নিয়োগ দুর্নীতি–সব মামলারই তদন্ত চলছে। বাম আমলের দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কার্যত স্বীকার করে নিলেন, ‘দলের লোকেরাও’ টাকা নিয়েছে।