দণ্ডি কাটানোর প্রতিবাদে বালুরঘাটে মিছিল BJPর, পুলিশের ভূমিকায় প্রশ্ন সুকান্তর

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দণ্ডি কাটিয়ে ৩ আদিবাসী মহিলাকে বিজেপি থেকে তৃণমূলে ফেরানোর ঘটনায় আন্দোলন আরও তীব্রতর করল বিজেপি। সোমবার এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বালুরঘাটে মিছিল করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের ভূমিপুত্র সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দলের সহ সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় সোমবার রাজ্যের থানায় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির নেতাকর্মীরা। অনেক জায়গায় বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁদের।

বালুরঘাটে মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করানোয় অভিযুক্তরা কেন গ্রেফতার হয়নি প্রশ্ন তুলে এদিন বালুরঘাট শহরে বিশাল মিছিল করে বিজেপি। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সুকান্তবাবু বলেন, আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর ঘটনায় পুলিশ অবশেষে অভিযোগ দায়ের করেছে। সেখানে অভিযোগ হয়েছে অজ্ঞাতপরিচয়দের নামে। পুলিশ না কি জানে না কারা দণ্ডি কাটিয়েছে। এর পরই সুর চড়িয়ে তিনি বলেন, যে নেত্রী এই কাজ করেছেন তাঁর বিরুদ্ধে তপশিলি জাতি, উপজাতি নীপিড়ন বিরোধী ধারায় অভিযোগ দায়ের করতে হবে। এই ধারায় কেউ গ্রেফতার হলে জামিন পায়না।

এদিন বালুরঘাটে ঘটনার তদন্তে যায় রাজ্য মহিলা কমিশন। এই নিয়ে সুকান্তবাবু বলেন, জাতীয় কমিশন চলে আসবে সেই ভয়ে রাজ্য কমিশন আগেভাগে হাজির হয়েছে। নইলে ওরা এসি ঘর থেকে বেরোয় না। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকী ঘটনাটি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মিুকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।