DC Vs MI Preview: Delhi Capitals To Face Mumbai Indians At Arun Jaitley Stadium In Match No 16 In IPL 2023


নয়াদিল্লি: এক দল টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। কোচ কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting)। ডিরেক্টর অফ ক্রিকেট আর এক প্রবাদপ্রতিম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু বাইশ গজের ছবিতে তার কোনও প্রভাব পড়ছে না। টানা তিন ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

স্বস্তিতে নেই অন্য দলও। পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন। কিন্তু গতবার টানা পাঁচ ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এবারও প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবিলের ন’নম্বরে রয়েছেন রোহিত শর্মারা।

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে মুখোমুখি দুই দল। পয়েন্ট টেবিলে দুই দলই খাতা খুলতে পারেনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পয়েন্ট অর্জন করতে মরিয়া থাকবে দুই দলই। যদিও প্রথম একাদশ নিয়ে দুই দলই সমস্যায়। একদিকে ক্রিকেটারদের চোট-আঘাত, অন্যদিকে কয়েকজনকে এখনও না পাওয়ায় সমস্যায় দুই দল।

দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় কাঁটা ওপেনিং। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করলেও, ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। অন্য দিকে, ৩ ম্যাচে মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন পৃথ্বী শ। তিনি ছন্দে থাকলে অধিনায়ক ওয়ার্নারের মন্থর ব্যাটিং ঢেকে দিতে পারতেন। কি

্তু পৃথ্বীও বর্ণহীন। 

মুম্বইয়ের সবচেয়ে বড় কাঁটা বোলিং। যশপ্রীত বুমরা না থাকায় রোহিত শর্মারা খুব বেশি পরিমাণে নির্ভর করেছিলেন জোফ্রা আর্চারের ওপর। কিন্তু আর্চারও ফিট নন। ডান কনুইয়ে ব্যথা থাকায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ অভিজ্ঞতার অভাবে ভুগছে।

আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, ‘আত্মসত্তাকে খুঁজতে হবে।’ অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, ‘এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।’

জোফ্রা আর্চার কি মঙ্গলবারের ম্যাচে খেলবেন? আনুষ্ঠানিকভাবে তাঁর ফিটনেস আপডেট জানানো হয়নি। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন কারণ, আর্চারের চোট ডান কনুইয়ে। সাম্প্রতিক অতীতে যে চোট তাঁকে এতটাই ভুগিয়েছিল যে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। হয়তো আর্চারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবে না মুম্বই ইন্ডিয়ান্স। 

চোট সমস্যা তাড়া করছে দিল্লি শিবিরকেও। খলিল আমেদের চোট রয়েছে। পাশাপাশি বিয়ের জন্য দেশে ফিরে যাওয়ায় দিল্লি পাবে না মিচেল মার্শকে। দিল্লির আগের ম্যাচেও ছিলেন না মার্শ।

মুম্বইয়ের হয়ে ২ ম্যাচে ওভার প্রতি ১৪ রান করে খরচ করেছেন আর্শাদ খান। তাঁর পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে খেলানোর কথা ভাবতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অর্জুন তেন্ডুলকরকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা।