Hair Mask: গরম পড়তে না পড়তেই চুলের বারোটা বেজেছে? স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার ৫ উপায় দেখুন

গরমে একটু বাইরে বেরোলে, এমনকি বাড়িতে থেকেও অনেক সময় চুল ঘামে ভিজে যায়। আর তাতে যদি ধুলোবালি এসে বসে তাহলে তো চুল রুক্ষ হতে বাধ্য। সঙ্গে খুশকি থেকে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এমনকি চুলে দুর্গন্ধ পর্যন্ত হতে পারে। ফলে গরমে যে চুলের অবস্থা ভালো থাকে এমনটা কিন্তু মোটেই নয়। চুল ভালো রাখতে যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন। গরমে কী করে চুলের খেয়াল রাখবেন দেখুন।

গরমে চুলের যত্ন

দুধ দিয়ে চুল ধোয়া: দুধের পুষ্টিগুণ কত সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনি যদি চুল ভালো রাখতে চান তাহলে দুধ ব্যবহার করতে পারেন। এটার জন্য আগে ভালো করে চুল শ্যাম্পু করুন। তারপর দুধ দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার এভাবে মিনিট পাঁচেক থাকুন। তারপর জল দিয়ে আবার মাথা ধুয়ে ফেলুন।

ডিমের মাস্ক: চুল ভালো রাখতে ডিম ভীষণই সাহায্য করে। এটার জন্য এক বাটি দুধের মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিন। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় লাগান। হালকা হাতে ম্যাসাজ করার পর মিনিট পাঁচ রেখে ধুয়ে ফেলুন। করুন শ্যাম্পু।

গরম তেল: মাথায় তেল দেওয়ার থেকে ভালো যত্ন এর কোনও ভাবেই নেওয়া সম্ভব নয়। নারকেল তেল হালকা গরম করে সেটা দিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে রোজ দুবার এটা করুন। ভালো করে মাথা ম্যাসাজ করার পর গরম জলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে সেটা দিয়ে মাথা মুড়িয়ে রাখুন কিছুক্ষণ। এরপর শ্যাম্পু করে নিন।

আমন্ড অয়েল: ডিমের কুসুমের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে মাথায় লাগান। এরপর মাথায় একটা কাপড় পেচিয়ে ঘণ্টাখানেক রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষ ভাব কেটে যায়।

আমলকীর তেল: আপনার যদি গরমকালে খুব খুশকি হয়ে থাকে তাহলে আমলকীর তেল ব্যবহার করতে পারেন। এতে খুশকির সমস্যা দূর হয়। আমলকী শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নারকেল তেলে মেশান। এবার এই মিশ্রণটি একটি বোতলে ভরে সূর্যের আলোয় রাখুন অন্তত ১৫ দিনের জন্য। এরপর সেই তেল ছেঁকে বের করে নিন। এবার সেট দিয়ে মাথা ম্যাসাজ করুন।