IPL 2023 KKR Condoles Yash Dayal Who Conceived 5 Sixes From Rinku Singh Says You Are A Champion


আমদাবাদ : রিঙ্কু বন্দনায় মেতেছে সোশ্যাল। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলার শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) কার্যত অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। একদিকে যেমন রিঙ্কু পাচ্ছেন নায়কের বন্দনা, তেমনই উল্টো একটি দিকও রয়েছে। যার বলে পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন রিঙ্কু সেই যশ দয়ালকে (Yash Dayal) দেখিয়েছে বিধ্বস্ত, ক্লান্ত। রিঙ্কুরই রাজ্য উত্তরপ্রদেশের ক্রিকেটার যশের ওপর শেষ ওভারে আস্থা রেখেছিল গুজরাত শিবির। কিন্তু রিঙ্কুর মহাকাব্যিক ব্যাটিংয়ে দলকে জেতাতে পারেননি যশ। আর সেই জায়গা থেকেই তরুণ ভারতীয় পেসারের পাশে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। 

ক্রিকেট-মাঠে খারাপ দিন বলে দিনটা ভুলে যাওয়ার বার্তা দিয়ে কেকেআরের (KKR) যশকে বার্তা ‘তুমি চ্যাম্পিয়ন’। আর কেকেআরের যে স্পোর্টিং স্পিরিটের বার্তা সোশ্যাল মিডিয়াতে (Social Media) সুপারহিট। নাইটদের পক্ষে যশের জন্য বার্তায় লেখা হয়েছে, ‘একটা খারাপ দিন গিয়েছে তোমার। শক্ত হও। ক্রিকেট মাঠের সর্বসেরাদের সঙ্গেও এমনটা আগে হয়েছে। তুমি চ্যাম্পিয়ন যশ দয়াল, আস্থা রাখো, ফের দারুণভাবে প্রত্যাবর্তন করবে।’

প্রসঙ্গত, ক’দিন আগেই রিঙ্কু-যশের মধ্যে সোশ্যালে ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ সামনে এসেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পর রিঙ্কু লিখেছিলেন, ‘দুরন্ত জয়, সমর্থকদের অনেক ধন্যবাদ।’ আর যে পোস্টের কমেন্টে যশের মন্তব্য ছিল ‘বড় খেলোয়াড়’, সঙ্গে ছিল আগুন ও হার্ট ইমোজি। যার পাল্টা বার্তাও দিয়েছিলেন রিঙ্কু। যশের উদ্দেশে ‘ভাই’ লিখে হার্ট ও হাততালির ইমোজিও দিয়েছিলেন তিনি। 

এবারে আইপিএলের উদ্বোধনী ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডার্কওয়ার্থ লুইসে হারতে হলেও ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় কেকেআর (KKR)। তারপর এভাবে রিঙ্কু সিংহের অবিশ্বাস্য ইনিংসে কার্যত মহাকাব্যিক জয়। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত শিবির এবারের অভিযানে জোড়া জয়ের পরই খেলতে নেমেছিল যে ম্যাচে। স্কোরবোর্ডে তুলেছিল ২০০-র বেশি রান। গুজরাতের কার্যত হাতের আগলে চলে আসা ম্যাচ থেকে কার্যত জয় ছিনিয়ে নিয়ে এসেছে কেকেআর। আইপিএলে কেকেআরের ইতিহাসে ২০০-র বেশি রান তাড়া করে এই নিয়ে দ্বিতীয়বার জয়ের পরে আত্মবিশ্বাসে ফুটছেন কেকেআরের ক্রিকেটাররা। বলা ভাল, আইপিএলের মঞ্চে তুলতে শুরু করেছেন ক্রিকেট-গর্জন।