NASA new image: বিশাল নক্ষত্রের ভাঙা টুকরো দেখা দিল নাসার টেলিস্কোপে! নয়া মোড় মহাকাশ গবেষণায়

নাসার জেমস ওয়েব টেলিস্কোপে এবার ধরা পড়ল নক্ষত্রের অবশিষ্ট অংশ। আগে কখনও দেখা যায়নি এমন উজ্জ্বল টুকরো। ক্যাসোপিয়া এ নামের এক বিশাল নক্ষত্রের টুকরোই ধরা দিল নাসার বিশেষ টেলিস্কোপে‌‌। ৩৪০ বছর আগে এই নক্ষত্রের বিষ্ফোরণ ঘটেছিল। নাসার তরফে ইনস্টাগ্রামে সেই দুর্দান্ত ছবিটি শেয়ার করা হয়। তাতেই দেখা যায়, এক চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্য। পোস্টের ক্যাপশনেও বিস্ময় প্রকাশ করেছে নাসা‌। ক্যাপশনে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে লেখা হয়, ধবংস হওয়ার পরে নক্ষত্রের জীবন নিয়ে অজানা তথ্যের সন্ধান মিলবে এবার‌। 

আরও পড়ুন: কোভিডের উৎস কোথায়? হাতে এল টাটকা প্রমাণ, ‘নেচার’-এর গবেষণায় তুমুল আলোড়ন

আরও পড়ুন: COVID-এর মতো মহামারি আগাম মোকাবিলা করা যাবে এবার, শুরু নয়া গবেষণা

এখনও পর্যন্ত জানাশোনার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক টুকরো এটি‌। নক্ষত্রের এই অবশিষ্ট টুকরো দেখে বিজ্ঞানীরা মহাজাগতিক ধুলো (কসমিক ডাস্ট) সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করতে পারবেন। নাসার প্রেস রিলিজে বলা হয়, মানুষের জানার মধ্যে ক্যাস এ-ই তেমন নক্ষত্র যার অবশিষ্ট টুকরো এভাবে পাওয়া গেল। নক্ষত্রের আয়ু শেষ হলে কী হয়, এবার সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 

আরও পড়ুন: খাওয়ার সময় জল খান? এটি আদৌ শরীরের পক্ষে ভালো নাকি খারাপ! জানুন

আরও পড়ুন: গরমে কলারের দাগ তুলতেই নাজেহাল? ছোপ তোলার খুব সহজ একটা রাস্তা জেনে নিন

পারডু ইউনিভার্সিটির ড্যানি মিলিসাভলজেভিক বলেন, ক্যাস এ একটি বিস্ফোরিত নক্ষত্রের ধ্বংসাবশেষ। আগে ক্যাস এ কী ধরণের তারা ছিল এবং কীভাবে সেটি বিস্ফোরিত হয় তা বোঝা সহজ হবে। এক ধরণের স্টারলার খোঁজ চালানোর জন্য এটা সেরা সুযোগ। প্রসঙ্গত ড্যানি এই বিশেষ অনুসন্ধান প্রকল্পের দায়িত্বেও রয়েছেন।  জেমস ওয়েব টেলিস্কোপে ধরা দেওয়া ইনফ্রারেড ছবি দেখে তাঁর এই মন্তব্য আশা জোগাচ্ছে সারা বিশ্বের মহাকাশ গবেষণাকেই।

এই বিশেষ প্রোগ্রামটির আরেক বিজ্ঞানী প্রিন্সটন, নিউ জার্সির প্রিন্সটন ইউনিভার্সিটির টি টেমিম বলেন, আগের ইনফ্রারেড চিত্রগুলির তুলনায় এটি অনেক বেশি স্পষ্ট। নাসার মতে, অবশিষ্ট টুকরোটি প্রায় ১০ আলোকবর্ষ বিস্তৃত এবং ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলে ১১,০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup