নকল উইলে মৃত মহিলার বুড়ো আঙুল দিয়ে ছাপ! নেটপাড়ায় ছিছি রব

মৃত মহিলার বুড়ো আঙুলের ছাপ সংগ্রহ করে কারচুপি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এভাবেও যে দু’নম্বরী করা যেতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করেননি। আরও পড়ুন: Ghatal Incident: জীবিত শিশুকে মৃত ঘোষণা করে ঘাটাল হাসপাতাল, কবর দিতে গিয়ে মিলল শ্বাস

রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নাকি এক ভুয়ো উইল বানিয়ে সম্পত্তি নিজের নামে করে নেওয়ার লক্ষ্য থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন। সকলকে যদিও হাসপাতালের নিয়ে যাওয়ার নথি বলে জানিয়েছিলেন। ৪৫ সেকেন্ডের এই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তি যেনতেন প্রকারেণ মৃত মহিলার বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিচ্ছেন। পুরোটাই ঘটছে একটি গাড়ির ভিতরে।

উইল তৈরির মাধ্যমে একজনের সম্পত্তি তাঁর ইচ্ছামতো হস্তান্তরিত হয়। সঠিক উত্তরাধিকারীরা তাঁদের ন্যায্য অংশ পান। ভারতীয় উত্তরাধিকার আইন ১৯২৫-এর অধীনে, উইল হল উইলকারীর ইচ্ছার একটি আইনি ঘোষণা। তাঁর মৃত্যুর পর এটি কার্যকর হয়।

কোনও ব্যক্তির মৃত্যুর পর, তাঁর সম্পত্তি দু’টি উপায়ে বন্টিত হয়। তাঁর উইল অনুযায়ী অথবা, উত্তরাধিকার সূত্রে। উইল করা না থাকলে সেক্ষেত্রে উত্তরাধিকার আইন মেনে সম্পত্তির হস্তান্তর হয়।

হয় তো এমন করে পালিয়েও যেতেন ওই ব্যক্তি। কিন্তু সেই ঘটনার ভিডিয়ো হয়ে যাওয়ায় আর তাঁর কার্যসিদ্ধি হল না। ইতিমধ্যেই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৌলতে এখন ওই ব্যক্তির কীর্তি সকলে জেনে গিয়েছেন। অনেকেই প্রশাসনকে মেনশন করে কমেন্ট করেছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। আরও পড়ুন: Akanksha Dubey Death: অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যু, পলাতক প্রেমিক সমর সিংকে গ্রেফতার করল পুলিশ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup