Coronavirus Subvariant XBB1.16.1 234 Cases Mutated Covid 19 Sub-variant Found In India INSACOG


নয়াদিল্লি: একদিকে যেমন দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। ঠিক সেই সময়েই উদ্বেগ বাড়ালো আরও একটি খবর। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট XBB1.16.1-এর সংক্রমণ দেখা গেল ভারতে। INSACOG-এর তথ্য় অনুযায়ী ভারতে এই সাব ভ্যারিয়েন্টে এখনও পর্যন্ত ২৩৪ জন সংক্রমিত হয়েছেন। 

ওমিক্রনের XBB1.16 ভ্যারিয়েন্টেরই একটি মিউটেশন XBB1.16.1, ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই সাব ভ্যারিয়েন্টে সংক্রমণের হদিশ মিলেছে। দিল্লি, গুজরাত ও হরিয়ানাতে মিলেছে এই কোভিড সাব ভ্যারিয়েন্টের হদিশ।

XBB1.16-এও সংক্রমণ:
Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) -এর তথ্য অনুয়ায়ী ভারতে এখনও পর্যন্ত XBB1.16 ভ্যারিয়েন্টে ১৭৭৪ জনের সংক্রমণের খবর মিলেছে। দেশের ২২টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হদিশ মিলেছে। 

আজ দেশে কোভিডের পরিস্থিতি:
গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী। গত ২৪ ঘণ্টায় নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৭৬। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ হাজার ৯৩ জন।
মৃত্যু হয়েছে ২১ জনের। দিল্লি, পঞ্জাব ও রাজস্থানে তিন জন করে মারা গিয়েছেন। কর্নাটকে ২ জনের মৃত্যু হয়েছে। গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ১ জন করে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

কেরলে মারা গিয়েছেন ৬ জন।

দিল্লিতে ক্রমাগত চিন্তা বাড়াচ্ছে কোভিডের সংক্রমণ। গত ২ দিনে ৫০০-এরও বেশি নতুন সংক্রমণ নজরে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, দিল্লিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরিমাণে কোভিড বুস্টার ডোজ নেই। এখন মাত্র ১০টি কেন্দ্র চালু রয়েছে যেখানে কোভিড টিকাকরণ চলছে। দেশের মোট জনসংখ্যার ৯৮ শতাংশ প্রাথমিক কোভিড টিকা পেয়েছেন। মোট যত কোভিড টিকা দেওয়া হয়েছে তার ১০ শতাংশ বুস্টার ডোজ। 

আরও পড়ুন: বাড়ছে কোভিড! অফিসে-কাজের জায়গায় সাবধান হবেন কীভাবে?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator