IPL 2023: Ben Stokes Suggests 6 Penalty Runs To Stop Batters Leaving Crease Early Following RCB Vs LSG Match


বেঙ্গালুরু: ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী নন-স্ট্রাইকারে ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা ব্যাটারকে রান আউটেরই তকমা দিয়েছে এমসিসি। এই ধরনের রান আউট সম্পূর্ণভাবেই নিয়মের অন্তর্গত হলেও, এক্ষেত্রে ক্রিকেটীয় ভাবমূর্তির অবক্ষয় হয় বলে বারংবার একাংশের তরফে দাবি করা হয়েছে। আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (RCB vs LSG) ম্যাচের পর ফের একবার এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

মাঁকড় আউটের প্রচেষ্টা

আরসিবি বোলার হর্ষল পটেল (Harshal Patel) ইনিংসের শেষ বলে রবি বিষ্ণোইকে মাঁকড় আউট করার চেষ্টা করেন। শেষ বলে লখনউয়ের জয়ের জন্য এক রানই প্রয়োজন, কিন্তু হাতে এক উইকেটই অবশিষ্ট ছিল। এমন পরিস্থিতিতে হর্ষলের বল করার আগেই বিষ্ণোই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় হর্ষল নন-স্ট্রাইকারের দিকের উইকেট ভাঙতে পারলেই ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত হর্ষল তা পারেননি। হর্ষলকে পুনরায় ওই বলটি করতে হয় এবং আবেশ একটি বাই রান নিয়ে লখনউকে ম্যাচ জিতিয়ে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ব্যাটারদের আগেভাগে ক্রিজ ছাড়া আটকানোর জন্য সিএসকে অলরাউন্ডার তথা ইংল্যান্ড তারকা বেন স্টোকস (Ben Stokes) এক নতুন প্রস্তাব পেশ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্টোকস লেখেন, ‘আগেভাগে কেউ যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বাড়তি সুবিধা লাভের চেষ্টা করেন, তাহলে ব্যাটিং দলকে ছয় রানের পেনাল্ট দিলে কেমন হয়? কোনও ঝুটঝামেলা বাদে তাহলে ব্যাটার

ের এই কাজ বন্ধ করা যাবে।’

 

 

ফাফ, আবেশের জরিমানা

টানটান ম্যাচের শেষে কার্যত ফটো ফিনিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। খেলার একেবারে শেষ বলে এক উইকেটে ম্যাচ জিতে নিয়েছে তারা। ম্যাচের শেষে তাঁর সেলিব্রেশনের জেরে অবশ্য সতর্কিত হতে হল আবেশ খানকে (Avesh Khan Reprimanded)। কোড অফ কনড্যাক্টের লেভল ওয়ান হিসেবে দাগিয়ে সতর্ক করা হয়েছে তাঁকে। ম্যাচের শেষে জয়ের আনন্দে হেলমেট মাটিতে ছুড়ে ফেলে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন লখনউ ফ্র্যাঞ্চাইজির এই বোলিং অলরাউন্ডার। সেই জন্যই সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি জরিমানার মুখে পড়তে হয়েছে ফাফ ডুপ্লেসিকে (Faf du Plessis)। স্লো-ওভার রেটের জন্য আরসিবি-র (RCB) অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ছক্কা মেরে হিট উইকেট! বাদোনির আউট দেখে তাজ্জব ক্রিকেটবিশ্ব