IPL 2023 David Warner Batted As Right Hander In Free Hit Against MI Watch


নয়াদিল্লি: আইপিএলের (IPL 2023) সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। নিজের আগ্রাসী ছন্দের ব্যাটিংয়ের জন্য গোটা বিশ্বে বিখ্যাত ওয়ার্নার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি নতুন নতুন না না রকম শটও দেখা যায়। ব্যাটাররা রান করার অভিনব না না উপায় বের করেন। এবার সম্পূর্ণরূপে ব্যাট করার সময় হাতই বদল করে ফেললেন ডেভিড ওয়ার্নার।

ডান-হাতি ওয়ার্নার

ওয়ার্নার বাঁ-হাতেই ব্যাট করেন, তবে মঙ্গলবার, ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (DC vs MI) ম্যাচের অষ্টম ওভারে সম্পূর্ণ ব্যাটের হাত বদলে ডান হাতে ব্যাট করতে দেখা যায় ওয়ার্নারকে। মুম্বইয়ের হৃত্বিক শোকিনের বিরুদ্ধে ফ্রি-হিটে বড় শট মারার চেষ্টায়ন ছিলেন ওয়ার্নার। শোকিন যাতে বোলিংয়ের লাইনচ্যুত হন সেই কারণেই এমন পথ বেছে নেন দিল্লি অধিনায়ক। তবে তিনি বড় শট মারার চেষ্টায় সফল হননি। ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় তাঁর শট উঁচুতে উঠলেও, একদ

ই বেশি দূরে যায়নি।

 

ম্য়াচের বিবরণ

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার শুরুটা ভাল করলেও, ফের একবার বড় রান করতে ব্যর্থ হন পৃথ্বী। মাত্র ১৫ রানেই সাজঘরে ফেরেন পৃথ্বী। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া মণীশ পাণ্ডেও এদিন শুরুটা ভাল করেন। তবে তিনিও ২৬ রানের বেশি করতে পারেননি। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে পীযূষ চাওলা অল্প রানের ব্য়বধানে মণীশ পাণ্ডের পাশাপাশি রভম্যান পাওয়েল (৪) ও ললিত যাদবকে (২) সাজঘরে ফেরান। অভিষেকে যশ ধূলও ২ রানের বেশি করতে পারেননি।

৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল দিল্লি। ঠিক সেই সময়ই অক্ষর পটেল ব্যাট হাতে নেমে দিল্লির ইনিংসের রানের গতি বাড়াতে সাহায্য করেন। মাত্র ২৬ বলে চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। ডেভিড ওয়ার্নার গোটা ইনিংস জুড়েই ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তবে ছন্দ খুঁজে না পেলেও, নিজের লড়াই চালিয়ে যান ওয়ার্নার। নিজের আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান করেন ওয়ার্নার। এক সময় অক্ষরের ব্যাটে ভর করেই দু’শো রানের দিকে এগোচ্ছিল দিল্লি।

কিন্তু তাঁকে বেরেনডর্ফ সাজঘরে ফেরত পাঠান। ১৯তম ওভারে তিনি এক দুই নয়, তিন তিনটি উইকেট নেন। এই ওভারেই আবার কুলদীপ যাদব রান আউটও হন। মাত্র ১ রানে চার উইকেট হারিয়ে দিল্লির দু’শোর গণ্ডি পার করার আশা আশাই থেকে যায়। শেষমেশ ১৭২ রানেই অল আউট হয়ে যায় ক্যাপিটালস। তবে মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলতে পারল না দিল্লি। রোহিত শর্মার ৬১ রানে ভর করে দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারাল পল্টনরা। রোহিতের পাশাপাশি তিলক বর্মা ৪১ ও ইশান কিষাণ ৩১ রানের ইনিংস খেলে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

আরও পড়ুুন: বাবার পুলসেশনে হঠাৎ হাজির ছোট্ট ভামিকাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি