New research: বিদ্যুৎ দিয়েই রক্তচাপের চিকিৎসা, কমবে হাজার জটিলতা, কীভাবে? জানাচ্ছেন গবেষক

মেরুদন্ডে কোনও গুরুতর আঘাত থাকলে রক্তচাপ অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এই রক্তচাপ স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনার জন্য এক নয়া পদ্ধতি আবিষ্কৃত হল। বিজ্ঞানীদের কথায়, মেরুদন্ডে ইলেক্ট্রিক্যাল অনুভূতি বয়ে নিয়ে যায় এমন পদ্ধতিতে এবার চিকিৎসা করা হবে এই সমস্যার। এর ফলে রক্তচাপ কমে গিয়ে প্যারালাইসিস হয়ে যাওয়ার ঘটনা সহজেই এড়ানো যাবে।

আরও পড়ুন: কোভিডের উৎস কোথায়? হাতে এল টাটকা প্রমাণ, ‘নেচার’-এর গবেষণায় তুমুল আলোড়ন

আরও পড়ুন: বিশাল নক্ষত্রের ভাঙা টুকরো দেখা দিল নাসার টেলিস্কোপে! নয়া মোড় মহাকাশ গবেষণায়

২০২৩ সালের বায়োইনোভেশন ইন্সটিটিউট ও সায়েন্স পুরস্কার দেওয়া হয় জর্ডন ডব্লিউ স্কোয়ার। সম্প্রতি নিউরোপ্রস্থেটিক ব্যারোরিফ্লেক্স নামে এক থেরাপির আবিষ্কার করেছেন তিনি। সেই মর্মেই এই বিশেষ পুরস্কার দেওয়া হয় জর্ডনকে। সাধারণত জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় নয়া আবিষ্কার ও উদ্যোগের জন্য এই বিশেষ পুরস্কার দেওয়া হয়। 

বিখ্যাত বিজ্ঞান পত্রিকা সায়েন্সের সম্পাদক বলেন, ইলেক্ট্রিক্যাল স্টিমুলেশন নিয়ে চিকিৎসক স্কোয়ারের এই গবষেণা রীতিমতো যুগান্তকারী। যেসব রোগীরা মেরুদন্ডে আঘাতের কারণে নিম্ন  রক্তচাপের সমস্যায় ভোগেন, তাদের জন্য অনেকটা উপকারী হবে এই বিশেষ থেরাপি।

আরও পড়ুন: রতন টাটার সঙ্গেও ব্যবসা করেছেন ইনি, রোহিকা মিস্ত্রির আসল পরিচয় জানলে অবাক হবেন

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা বড় বিপদ থেকে, রেডিয়ো ব্যবস্থায় গোলযোগ সূর্যের তীব্র বিকিরণে

কোন কারণে এই থেরাপি বিশেষ গুরুত্ব পাচ্ছে সারা বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে? সায়েন্সের সম্পাদক ইয়েভগেনিয়া নুসিনোভিচের কথায়, এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে রক্তচাপকে স্বাভাবিক রাখা যায়। শুধু তাই নয়, এই থেরাপিতে রোগীদের জ্ঞান হারিয়ে ফেলার প্রবণতাও কমে। অন্যান্য শারীরিক জটিলতাও অনেকটা কমে যায়‌। বিশেষজ্ঞদের কথায়, এই থেরাপি ঠিকমতো প্রয়োগ করা গেলে অনেক কম জটিলতাতে বড় সড় চিকিৎসা করা সম্ভব। চিকিৎসায় সাফল্য আসার সম্ভাবনাও অনেকটা বেশি। নয়া আবিষ্কৃত এই থেরাপিতে রোগীও সুস্থ ও অনেকটাই  ভালো জীবন পায়। স্কোয়ার সুইস ফেডেরাল ইনস্টিটিউট অফ টেকনোলজির এক নামী গবেষক‌।‌ তাঁর আবিষ্কৃত থেরাপি ৯০ শতাংশ মানুষের এই সমস্যা মিটিয়ে দিতে সক্ষম। এমনটাই দাবি করা হচ্ছে নতুন প্রকাশিত গবেষণাপত্রে। পাশাপাশি চিকিৎসার জটিলতাও অনেকটাই কম হবে বলে জানান মুখ্য গবেষক স্কোয়ার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup