Tigers kill elephant: হাতিকে মেরে ফেলল বাঘের দল, জঙ্গলে বিরলতম ঘটনা

এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে সেটাই হল মধ্য়প্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে। বান্ধবগড়ে বাঘের পাল হামলা চালায় একটি হাতির উপর। মাত্র দু বছর বয়সী একটি হাতিকে টেনে নিয়ে যায়। বনাধিকারিকরা বলছেন, এই ধরনের ঘটনা এই জঙ্গলে এই প্রথম বলেই মনে করা হচ্ছে।

বিটিআরের ফিল্ড ডিরেক্টর রাজীব মিশ্র জানিয়েছেন, সোমবার পানপাথা রেঞ্জ এলাকায় একটি হাতির দেহ পাওয়া যায়। নজরদারি টিম প্রথমে ওই দেহটি দেখতে পান। পরে এলাকায় ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওই হাতির সামনের অংশটি বাঘে খেয়ে নিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে বনকর্মীদের বিস্ময় তৈরি করেছে। কারণ সাধারণত হাতির উপর বাঘ হামলা চালিয়েছে এটা বিশেষ দেখা যায় না। এদিকে কাছাকাছি এলাকায় বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে। তারা দেহটিকে টেনে জঙ্গলের আরও গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে কাছাকাছি এলাকায় একটি বাঘকেও ঘুরঘুর করতে দেখেছিলেন বনকর্মীরা।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হাতিটির দাঁত ও নখ অক্ষত অবস্থায় রয়েছে। তবে গোটা ঘটনাকে ঘিরে বনদফতরের অন্দরে শোরগোল পড়েছে। হাতিটি দলছুট হয়ে গিয়েছিল কি না সেটাও দেখা হচ্ছে।

এদিকে এর আগে ভূপালের এক ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্ট অজয় দুবে লিখিতভাবে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন, বান্ধবগড় জঙ্গলের বাফার জোনে একটি হাতির দেহ মিলেছে। তার দেহে পোড়ার দাগ ছিল। এনিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গত ১১ জানুয়ারি এনিয়ে তিনি বিভিন্ন মহলে মেইল করেছিলেন। স্থানীয় সূত্র থেকে তিনি খবর পেয়েছিলেন বলে দাবি করেছিলেন। তাঁর দাবি হাতিটিকে মেরে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। এদিকে তাঁর এই দাবির জেরে বনদফতরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল।

তিনি তাঁর অভিযোগপত্রে জানিয়েছিলেন, স্থানীয়রা বন্য জীবজন্তুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন। এর আগেও ওই এলাকায় চোরাশিকারীদের দাপট ছিল। ফের সেখানে এই ধরনের ঘটনা। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।