Weather Forecast in West Bengal: কতদিন অসহ্য গরম চলবে? নববর্ষেই শুরুতে কি বৃষ্টি? সতর্কতা দিয়ে জানাল হাওয়া অফিস

ফের কবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে? তা নিয়ে আশার আলো দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। বরং সেইসময় তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও সেই অস্বস্তি থেকে রেহাই মিলবে না। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরম থাকবে। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

সোমবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের উপর দিয়ে পশ্চিমী এবং উত্তর-পশ্চিমী শুষ্ক হাওয়া বইছে। তাই দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ১৫-১৬ এপ্রিল (বাংলা নববর্ষ পড়েছে ১৫ এপ্রিল) পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে।’

আরও পড়ুন: Summer Super Foods: চৈত্রের চাঁদি ফাটা গরমে শরীর ঠান্ডা রাখতে এই খাবারগুলি পাতে রাখছেন তো! রইল তালিকা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, বর্ষার আগে এরকম তাপমাত্রা বৃদ্ধি পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। তবে এবার যেটা সমস্যা বাড়িয়েছে, সেটা হল বৃষ্টির অভাব। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে। অর্থাৎ বৃষ্টি হবে না। দীর্ঘদিন অস্বস্তি থাকবে। দীর্ঘদিন স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে চলেছে। কলকাতায় যেমন শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। ২ এপ্রিল খুব সামান্য বৃষ্টি হয়েছিল। তারপর থেকে বৃষ্টির দেখা মেলেনি কলকাতায়। আগামী পাঁচদিনও বর্ষণের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Offbeat Darjeeling: কোথায় গরম? রংভং নদীতে পা ডুবিয়ে বসুন, সুন্দরী তাবাকোশি

গরমের মধ্যে কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে?

  • দীর্ঘক্ষণ রোদে থাকবেন না। 
  • হালকা ও ঢিলেঢালা সুতির কাপড় পরতে হবে। হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 
  • কাপড়, টুপি বা ছাতা দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। 
  • তেষ্টা না পেলেও জল খেতে হবে, যাতে শরীরে জলের অভাব তৈরি না হয়। 
  • সকাল ১১ টা থেকে বিকেল চারটের মধ্যে সরাসরি সূর্যের আলোয় কাজ না হওয়ার পরার্মশ দেওয়া হয়েছে। 
  • অন্ত্বঃসত্ত্বা ও অসুস্থ কর্মীদের দিকে বাড়তি নজর দিতে হবে। 
  • দুর্বলতা, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম, হিট স্ট্রোক বা মাথা ঘোরার মতো হিটস্ট্রোক বা হিট ক্র্য়াম্পসের মতো বিষয়ের দিকে নজর দিতে হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)