বাঁকুড়ায় গিয়ে সৌমিত্র খাঁকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

রাজনৈতিক সভা থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার বাঁকুড়ার ওন্দার সভা থেকে সৌমিত্রর ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে মন্তব্য করেন তিনি। অভিষেকের মন্তব্যকে কুরুচিকর বলে মন্তব্য করেছেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে বিজেপি।

এদিন বাঁকুড়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বাড়িতে লক্ষ্মী রাখতে পারে না সে লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছে। মমতা টাকা দিচ্ছে। আর মোদী আধার – প্যান লিংক করার নামে ১০০০ টাকা নিয়ে নিচ্ছেন। একদিকে দিদি দিচ্ছে, আরেক দিকে মোদী নিয়ে নিচ্ছে।’

অভিষেকের মন্তব্যের তুমুল সমালোচনা করেছে বিজেপি। তাদের দাবি, অভিষেকের মন্তব্য কুরুচিকর। কারও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ কোনও রাজনৈতিক মঞ্চে তোলা আশালীন, অমার্জিত।

অভিষেকের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, কয়লা – গরুর টাকা চুরি করে এরকম লক্ষ্মী বাড়িতে চাই না।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সুজাতা। ভোটে প্রার্থী হলেও পরাজিত হন তিনি। ওদিকে সুজাতা তৃণমূলে যোগদান করতেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন সৌমিত্র। গত জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার ১ মাসের মধ্যেই ফের বিয়ে করতে চলেছেন বলে ঘোষণা করেন সুজাতা।