মাইলফলকের ম্যাচে নায়ক হতে গিয়েও পারলেন না ধোনি

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আইপিএলে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঘরের দর্শকদের সামনে ম্যাচটি স্মরণীয় করে রাখার মোক্ষম সুযোগ পেয়েছিলেন ডানহাতি ব্যাটার। শেষ ওভারে ২১ রানের প্রয়োজনও প্রায় সহজ করে ফেলেছিলেন টানা দুটি ছক্কা মেরে। কিন্তু পারলেন না নায়ক হতে। রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরে গেছে চেন্নাই। ২০০৮ সালের পর আইপিএলে প্রথমবার চেপুকে জিতলো রাজস্থান।

শেষ ওভারে সন্দীপ শর্মার দায়িত্ব পড়েছিল ২১ রান আটকানোর। প্রথম দুটিই ওয়াইড দেন। প্রথম বৈধ ডেলিভারিতে কোনও রান পাননি ধোনি। পরের দুটি বলে মারেন ছক্কা। শেষ তিন বলে দরকার সাত রান। চতুর্থ বলে ডিপ মিড উইকেটে মেরে সিঙ্গেল নেন অধিনায়ক। রবীন্দ্র জাদেজা পঞ্চম বলে এক রান নেন। শেষ বলে দরকার ৫ রান। ধোনি তার সেরা চেষ্টা করলেন, কিন্তু স্মরণীয় শেষ হলো না। মাত্র একটি রান আসে। ১৭ বলে ১ চার ও ৩ ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন ধোনি। অন্য প্রান্তে জাদেজা ১৫ বলে ২৫ রানে খেলছিলেন, একটি চারের সঙ্গে দুটি ছয় ছিল ইনিংসে।

রাজস্থান আগে ব্যাট করে ৮ ওভারে ১৭৫ রান করে। লক্ষ্যে নেমে চেন্নাই ৬ উইকেটে থামে ১৭২ রানে।

রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারে যশস্বী জয়সাওয়ালকে (১০) ফেরান তুষার দেশপান্ডে। দেবদূত পাডিক্কাল ও জস বাটলারের ৭৭ রানের জুটিতে ওই ধাক্কা কাটায় অতিথি দল। নবম ওভারে তিন বলের মধ্যে পাডিক্কাল (৩৮) ও সাঞ্জু স্যামসনকে (০) প্যাভিলিয়নে পাঠান জাদেজা। বাটলারের সঙ্গে এরপর রবিচন্দ্রন অশ্বিনের ৪৭ রানের জুটি গড়েন। অশ্বিন ৩০ রানে আউট হওয়ার পর ৩৩ বলে বাটলার হাফ সেঞ্চুরি করেন। তারপর বেশিক্ষণ থাকতে পারেননি ইংলিশ ব্যাটার। ৩৬ বলে ৫২ রানে থামেন তিনি। শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজস্থান। 

চেন্নাইয়ের হয়ে তুষার ও জাদেজার সমান দুটি উইকেট পান আকাশ সিং।

লক্ষ্যে নেমে ডেভন কনওয়ের ফিফটিতে লড়াই চালিয়ে যায় চেন্নাই। ৩৮ বলে ৬ চারে ৫০ রানে তিনি আউট হলে জুটি বাঁধেন ধোনি ও জাদেজা। শেষ পাঁচ ওভারে ৫৯ রানের জুটি গড়েন তারা। কিন্তু দলকে জেতাতে পারেননি। চেন্নাইয়ের ইনিংসে ১৯ বলে ৩১ রান করে গুরুত্বপূর্ণ অবদান ছিল আজিঙ্কা রাহানের।

চার ওভারে সবচেয়ে কম ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা অশ্বিন। সমান উইকেট পান যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সমান খেলে দুটি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে।