সুপ্রিম পার্টির ইফতারে আ.লীগ-বিএনপিপন্থী রাজনীতিকরা

রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বর্তমান বাংলাদেশসহ বিশ্বে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের অধিকাংশ মানুষ এক কঠিন সময় পার করছেন। বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়ে জন-জীবনে ভোগান্তির সৃষ্টি করছে।

ইফতার মাহফিলে আওয়ামী লীগ-বিএনপিপন্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তারা হলেন–কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম বীর প্রতীক, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়াল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ মোজাদ্দেদী, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ন্যাপ ভাসানী’র চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানী (মোসতাক ভাসানী), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম প্রমুখ।